কলকাতা: বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের উপর হামলা চলছে। আক্রান্ত গণতন্ত্র। ঢাকায় গিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত।বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ জানাল ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় ইউনূস সরকারকে বার্তা দিল ভারত। বাংলাদেশে ধর্মীয় স্থানে হামলার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবার সরব হল মহমেডান স্পোর্টিং ক্লাব। পদ্মাপাড়ে সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষিত করার আবেদন প্রথমে জানান ইস্টবেঙ্গল কর্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠিও দেয় ইস্টবেঙ্গল ক্লাব। এবার তীব্র নিন্দায় সরব কলকাতার আর এক প্রধান, মহমেডান স্পোর্টিং।
সোমবার বাংলাদেশের পরিস্থিতির তীব্র নিন্দা করে মহমেডানের সভাপতি আমিরউদ্দিন ববি জানালেন, শীঘ্রই কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন জমা দেবে ক্লাব। সোমবার শতাব্দী প্রাচীন ক্লাবের সভাপতি কঠোর ভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতনের সমালোচনা করেন। আমিরউদ্দিন বলেন, "আমরা এই ঘটনার নিন্দা করছি। যত দ্রুত সম্ভব এই অত্যাচার বন্ধ হওয়া উচিত। এই বার্তা নিয়েই ক্লাবের পাঁচ সদস্যের প্রতিনিধি দল কলকাতার ডেপুটি হাইকমিশনে যাবে। সেখানে ডেপুটেশন জমা দেওয়া হবে।"
সোমবারই বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বলেছেন, 'সংখ্যালঘুদের উপর অত্যাচার, সম্পত্তি ধ্বংসের বিষয়টিও উঠে এসেছে। ধর্মীয়, সাংস্কৃতিক কেন্দ্রে হামলা নিয়েও আলোচনা হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে গঠনমূলক পদক্ষেপ আশা করি। সাম্প্রতিক ঘটনা নিয়ে দু'দেশের আলোচনা হয়েছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার, সম্পত্তি ধ্বংসের বিষয়টিও উঠে এসেছে। সংখ্যালঘুদের উপর নিন্দনীয় ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। আমরা চাই না, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক। বাংলাদেশের সঙ্গে গঠনমূলক, ইতিবাচক আলোচনায় চায় ভারত। জনগণের স্বার্থে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। ভারত-বাংলাদেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।'
বিদেশ সচিব যোগ করেন, 'বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও কথাবার্তা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা খুব জরুরি। দু'দেশের সম্পর্ক নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক সম্পর্ক চায় ভারত।'
আরও পড়ুন: ব্যাটে-বলে ফের প্রতিপক্ষের ত্রাস, হার্দিক-ক্রুণালদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও খেলবেন শামি
এদিকে ইন্ডিয়ান সুপার লিগে দলের পারফরম্যান্স নিয়ে বেশ চিন্তিত মহমেডান কর্তারা। কার্যকরী কমিটিতে বদল আনা হল। সরিয়ে দেওয়া হল রহিম নবি আর শেখ আজিমকে। কার্যকরী কমিটিতে এলেন শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি, তমাল ঘোষাল আর প্রাক্তন ফুটবলার সাব্বির আলি। রাহুল টোডিকে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট করা হল।
আরও পড়ুন: হারের ধাক্কা, বিশ্রামের ভাবনা বাতিল করে অভিশপ্ত মাঠেই প্র্যাক্টিসে নেমে পড়ছেন রোহিতরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।