সৌমিত্র রায়, কলকাতা: যতদিন কলকাতার ময়দানে খেলেছেন, ছিলেন ইস্টবেঙ্গলের (East Bengal) পথের কাঁটা। বড় ম্যাচ মানেই তিনি লাল-হলুদ শিবিরের কাছে সবচেয়ে বড় ত্রাস ছিলেন। বছরের পর বছর এমন ধারাবাহিকতা খুব কম ফুটবলারই দেখিয়েছেন ভারতের ক্লাব ফুটবলে। কেউ কেউ তো তাঁকে ভারতে খেলে যাওয়া সর্বকালের সেরা বিদেশি ফুটবলার বলে মনে করেন।
মোহনবাগানের নয়নের মণি সেই হোসে রামিরেজ ব্যারেটো (Jose Ramirez Barreto) আচমকা হাজির হলেন ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal)। ক্লাব ঘুরে দেখলেন সবুজ তোতা। তাঁর হাতে লাল হলুদ জার্সি তুলে দেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার।
আরও পড়ুন: নতুন ব্যাটে বাজিমাত চন্দননগরের তারকার, রঞ্জিতে সেঞ্চুরি করে জানালেন সাফল্যের মন্ত্র
ইস্টবেঙ্গল ক্লাবের আর্কাইভে বেশ কিছুটা সময় কাটান সবুজ তোতা। ভিজিটর্স বুকে তিনি লেখেন, "I am amazed with what I see, great piece of History." বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'যা দেখছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। ইতিহাসের দারুণ সংগ্রহ।'
কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে কি করছেন ব্যারেটো? বুধবার বিকেলে লাল হলুদ তাঁবুতে ব্যারেটো পা রাখতে না রাখতেই জল্পনা শুরু হয়ে যায় ময়দানে। তাহলে কি লাল হলুদ শিবিরে নতুন কোনও ভূমিকায় দেখা যাবে সবুজ তোতাকে? ইস্টবেঙ্গলের কোচিং স্টাফ হিসেবে তিনি যোগ দিতে চলেছেন? যদিও ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ব্যারেটো ইস্টবেঙ্গলে কোচিং করাচ্ছেন, এমন কোনও সম্ভাবনাই নাকি নেই।
পাশাপাশি ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা আরও জানান যে, বরাবর প্রতিপক্ষ শিবিরে খেললেও ব্যারেটোর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভাল। আর সেই সম্পর্কের জন্যই মোহনবাগান ক্লাবের কিংবদন্তি ব্রাজিলিয়ান ইস্টবেঙ্গল ক্লাবে গিয়েছিলেন। বুধবার ইস্টবেঙ্গলে পা রেখে গোটা ক্লাব চত্বর ঘুরে দেখেন ব্যারোটো। পাশাপাশি, লাল হলুদ মিউজিয়ামেও যান তিনি। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ব্যারেটোর হাতে একটি সাম্মানিক লাল হলুদ জার্সি তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।