কলকাতা: এক দুরন্ত মরশুম শেষে আইএসএল ট্রফি হাতছাড়া হলেও লিগ শিল্ড জিতেছিল মোহবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। মাঝমরশুমে দায়িত্ব নিয়েই দলকে সাফল্য এনে দিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Habas)। তবে পরবর্তী মরশুমে তিনি আর কোচ থাকছেন না। তবে মোহনবাগানে স্প্যানিশ কোচের জমানা কিন্তু অব্যাহতই রইল।


মঙ্গলবার, ১১ জুন সরকারিভাবে মোহনবাগান নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করে দেয়। আন্তোনিও হাবাসের বদলে তাঁর স্বদেশীয় জোসে মোলিনার (Jose Molina) হাতে মোহনবাগানের রিমোট কন্ট্রোল তুলে দেওয়া হল। স্বাভাবিকভাবেই মোহনবাগানের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মোলিনা বলেন, 'মোহনবাগান সুপার জায়ান্টের অংশ হতে পেরে আমি গর্বিত। এই ক্লাবের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আমি আশা করছি এই ক্লাব এবং সমর্থকদের আসন্ন দিনে আমি আরও অনেক সাফল্য এনে দিতে পারব। আমি মিস্টার (সঞ্জীব) গোয়েঙ্কাকে আমায় এই সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার হাতে মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব তুলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই।'


 






মোলিনা স্প্যানিশ জাতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন। ফার্নান্দো হিয়েরোর বদলে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। তবে ভারতীয় ফুটবল সম্পর্কেও অবগত তিনি। অতীতে এটিকের দায়িত্ব সামলেছেন মোলিনা। ২০১৬ সালে তাঁর তত্ত্বাবধানেই আইএসএল খেতাবও জিতেছিল এটিকে। এবার মোহনবাগানকেও সেই সাফল্য এনে দেওয়ার লক্ষ্যেই কাজ শুরু করবেন তিনি।


তবে মাঝমরশুম থেকে দায়িত্ব নিলেও হাবাস মোহনবাগানকে কিন্তু সাফল্য এনে দিয়েছেন। আইএসএল ফাইনালে ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে ৩-১ হারলেও সবুজ মেরুন নিজেদের ইতিহাসে প্রথমবার আইএসএলের লিগ শিল্ড জেতে। তাই তাঁর কাছে কিন্তু সবুজ মেরুন সমর্থকরা চিরকৃতজ্ঞই থাকবে।        


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: মেসিদের খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ, গ্রুপ বিন্যাস থেকে কোথায় দেখবেন খেলা, কোপা আমেরিকার খুঁটিনাটি