Mohun Bagan Super Giant: ওড়িশার ঘরের মাঠে নাগাড়ে চতুর্থ ম্যাচে জয় অধরা, তাও দলের পারফরম্যান্সে খুশি মোহনবাগান

ABP Ananda Updated at: 11 Nov 2024 12:27 AM (IST)
Edited By: Rishav Roy

MBSG vs OFC: মোহনবাগান গোলরক্ষক বিশাল এ দিন ক্লিন শিট রাখতে না পারলেও পাঁচটি সেভ করেন। চলতি লিগে মোট ২২টি সেভ করে তিনি সর্বোচ্চ সেভের তালিকায় চার নম্বরে রয়েছেন।

গোলরক্ষক বিশালের প্রশংসায় পঞ্চমুখ মোলিনা (ছবি: আইএসএল)

NEXT PREV

ভুবনেশ্বর: ভুবনেশ্বরে ওড়িশা এফসি-র বিরুদ্ধে (Mohun Bagan Super Giant vs Odisha FC) ১-১ ড্রয়ে খুশি মোহনবাগান কোচ হোসে মোলিনা (Jose Molina)। রবিবার ম্যাচের পর সাংবাদিকদের এই কথা জানিয়েও অবশ্য নিজেদের ভুল শোধরানোর কথা বলেন তিনি।











রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি-র সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় গতবারের লিগশিল্ড জয়ী মোহনবাগান। গতবার যাদের ছিটকে দিয়ে ফাইনালে উঠেছিল কলকাতার দল, সেই ওড়িশা এ দিন ঘরের মাঠে মোহনবাগানকে হারানোর সব রকম পরিকল্পনা নিয়েই নেমেছিল। তবে সফল হতে পারেনি তারা। ম্যাচের শুরুতেই মোহনবাগানের প্রাক্তন তারকা হুগো বুমোর গোলে এগিয়ে যায় ওড়িশা এফসি। ৩৬ মিনিটের মাথায় হেড করে সেই গোল শোধ করেন মনবীর সিং। এই দুই গোলের পর দু’পক্ষই ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা চালালেও সফল হয়নি।

ম্যাচের পর সাংবাদিকদের মোলিনা বলেন, “দলের পারফরম্যান্সে আমি খুশি। প্রতিপক্ষকে চাপে রাখা, আক্রমণ, ভাল পাসিং, সবই আমরা করেছি। কিন্তু ম্যাচের শেষ দিকে গোল করার জন্য আমাদের আরও বাড়তি কিছু প্রয়োজন ছিল। তবে স্বীকার করতেই হবে আমাদের অনেক ভুলও হয়েছে আজ। সেগুলো শোধরাতে হবে”।

এ দিন অস্ট্রেলীয় তারকা ফরোয়ার্ড দিমিত্রিয়স পেত্রাতোসকে শুরু থেকে খেলান মোলিনা। স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট চোট পেয়ে দলের বাইরে চলে যাওয়ায় এ দিন দিমিকে প্রথম এগারোয় রাখেন তিনি। নিজে গোল করতে না পারলেও দলের একমাত্র গোলটি আসে তাঁর নিখুঁত কর্নার থেকেই। এছাড়াও পাঁচটি গোলের সুযোগ তৈরি করেন তিনি। দলের এগারোটি কর্নার কিকই তিনি নেন। ১৮টি ক্রসও দেন এই অজি তারকা। তাঁর এই পারফরম্যান্সে খুশি কোচ। বলেন, “আজ যথেষ্ট ভাল খেলেছে দিমি। আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, মাঝমাঠেও যথেষ্ট তৎপর ছিল। মনবীর, লিস্টনদের সঙ্গে ভাল বোঝাপড়াও গড়ে তুলেছিল ও। সব মিলিয়ে ও প্রত্যাশিত পারফরম্যান্সই দিয়েছে ও”।

কোচের মুখে শোনা গেল গোলকিপার বিশাল কাইথের প্রশংসাও। বলেন, “বিশালের পারফরম্যান্স খুবই ভাল। ওড়িশা আজ অনেক আক্রমণ, প্রতি আক্রমণে উঠেছে। তাই ওর ভূমিকা আজ খুবই গুরুত্বপূর্ণ ছিল। জাহু, বুমোরা আজ অনেক ভাল ভাল পাস বাড়িয়েছে রয় কৃষ্ণাকে। তাই আমাদের রক্ষণের পিছনে ওকে আজ সব সময়ই তৈরি থাকতে হয়েছে এবং একাধিকবার ও গোল ছেড়ে বেরিয়ে এসে দলকে রক্ষা করেছে”।


বিশাল এ দিন ক্লিন শিট রাখতে না পারলেও পাঁচটি সেভ করেন। চলতি লিগে মোট ২২টি সেভ করে তিনি সর্বোচ্চ সেভের তালিকায় চার নম্বরে রয়েছেন। তিনটি ক্লিন শিট রেখে এই তালিকায় রয়েছেন দু’নম্বরে। এ দিন চোটের জন্য খেলতে পারেননি গ্রেগ স্টুয়ার্ট। তবে তিনি পরের ম্যাচে (২৩ নভেম্বর, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে) খেলতে পারবেন বলে মনে করেন কোচ মোলিনা। সবুজ-মেরুন কোচ বলেন, “এখন আমাদের প্রায় সপ্তাহ দুয়েকের ছুটি। আশা করছি, এই সময়ের মধ্যে গ্রেগ সুস্থ হয়ে উঠবে এবং পরের ম্যাচে ও খেলতে পারবে”।


(তথ্য: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই, এক পয়েন্ট নিয়েই ওড়িশা ছাড়ছে মোহনবাগান 























Published at: 11 Nov 2024 12:27 AM (IST)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.