নয়াদিল্লি: নেমার জুনিয়র (Neymar Jr)। সাম্প্রতিক সময়ের বিশ্বের সেরা ফুটবল প্রতিভাগুলির একজন। বিশ্বের নামীদামি ক্লাবে খেলেছেন। সেরা ফুটবলারদের সঙ্গে সাজঘর ভাগ করেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। সেই তালিকায় রয়েছেন লিওনেল মেসি (Lionel Messi) ও কিলিয়ান এমবাপেও (Kylian Mbappe)। এই তারকা ত্রয়ীর মধ্যেকার সম্পর্ক নিয়ে না না সময়ে না না কথা হয়েছে। এবার সেই নিয়ে মুখ খুললেন নেমার।
নেমারের দাবি অনুযায়ী লিওনেল মেসিকে হিংসা করতেন এমবাপে। ২০২১ সালে প্যারিস সঁ জরমেঁ (Paris Saint-Germain) যোগ দেন মেসি। তারপরেই দুই বছরের অল্প সময়ের জন্য হলেও তারকা ত্রয়ী একসঙ্গে খেলেন। কিন্তু না না সময়ে তাঁদের পারস্পরিক সম্পর্ক নিয়ে না না কথা হয়। নেমার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'কয়েক বছরের জন্য আমাদের পার্টনারশিপটা বেশ ভালই ছিল। এমবাপে খারাপ ছিল না। তবে মেসি আসার পর ও (এমবাপে) একটু হিংসুটে হয়ে যায়।'
তিনি আরও যোগ করেন, 'আমার সঙ্গে ওর একটু ঝামেলা হয়। শুরুর দিকে ও ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। আমি ওকে গোল্ডেন বয় বলে ডাকতাম। বলতাম যে তুমি একদিন সেরা হবে এবং তার জন্য আমার তরফ থেকে সাহায্য লাগবে, আমি করব। ওর সঙ্গে আমি নিয়মিত কথাও বলতাম। তবে লিও আসার পরেই ও খানিকটা হিংসুটে হয়ে যায়। হয়তো আমায় কারুর সঙ্গে ভাগ করতে চাইত না ও। সেই থেকেই ঝামেলা শুরু হয়। ওর ব্যবহার বদলের জন্য ঝামেলাটার উৎপত্তি।'
তারকা ত্রয়ী বিরাট বেতনে দলে যোগ দিলেও পিএসজি কিন্তু কাঙ্খিত সাফল্য পায়নি। চ্যাম্পিয়ন্স লিগ খেতাব তো অধরা থাকেই, এমনকী লিলের কাছে লিগ খেতাবও খোয়ায় ফরাসি রাজধানীর ক্লাবটি। এর পিছনে কিন্তু ইগোকেই দায়ী করছেন ব্রাজিলিয়ান মহাতারকা। 'পিএসজিতে সমস্যা কী হয়েছিল? সমস্যা ছিল ইগো। আমার মতে ইগো থাকা ভাল, নিজেকে সেরা মনে করাটাও ভাল। তবে তার ফলে শুধু নিজের জন্যই খেলা শুরু করলে সমস্যা। বর্তমান সময়ে দলের সকলে একত্রিতভাবে না খেললে কোনও ট্রফি জয়ই সম্ভব নয়।' বলেন তিনি।
পিএসজি ছেড়ে নেমার ও মেসি, উভয়েই অন্যান্য ক্লাবে যোগ দিয়েছেন। দল ছেড়েছেন এমবাপেও। নেমার গত বছর সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগদান করেন। তবে চোটআঘাত তাঁকে কার্যত নতুন ক্লাবের হয়ে খেলতেই পারেননি। মরশুমের দ্বিতীয় ভাগে তাঁকে দলের হয়ে রেজিস্টারও করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ফুটবলার নেমারের ভবিষ্যৎ নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। অন্য় কোনও ক্লাবে তিনি যোগ দেবেন কি না, সেইদিকেও নজর থাকবে সকলের।
আরও পড়ুন: মাঠে লুটিয়ে পড়া এরিকসনের ত্রাতা হয়ে এগিয়ে এসেছিলেন, অবসর ঘোষণা করলেন সেই সিমোন কিয়ের