রিও দে জেনেইরো: ফের ব্রাজিল ফুটবল দলকে তাড়া করল দুঃস্বপ্ন। প্যারাগুয়ের কাছে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্য়াচে হারল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ গোলে হারাল প্যারাগুয়ে। ৯ ম্যাচে এই প্রথম জিতল প্যারাগুয়ে।
ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr) ফের প্রত্যাশা পূরণে ব্যর্থ। ব্রাজিলের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাও চলছে। বিশ্বকাপ, কোপা আমেরিকার পর বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বেও ডোরিভাল জুনিয়রের (Dorival Jr) দলের খারাপ ফর্ম অব্যাহত। ফের ছন্দ হাতড়ে বেড়াল ব্রাজিলের আক্রমণভাগ। বলের দখল বেশিরভাগ সময় নিজেদের পায়ে রাখলেন ব্রাদিলের ফুটবলাররা। কিন্তু আসল কাজটাই করতে পারলেন না। গোলমুখ খুলতে পারলেন না ভিনিসিয়াস জুনিয়ররা। গিলেরমে আরানা একবার গোল করার কাছাকাছি চলে এসেছিলেন (Guilherme Arana)। তাঁর শট গোললাইন থেকে ক্লিয়ার করে দেওয়া হয়। দিয়েগো গোমেজের (Diego Gomez) ২০ মিনিটে করা গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে।
বিরতির পর অবশ্য কিছুটা খেলায় ফেরে ব্রাজিল। বাঁদিক থেকে একাধিক আক্রমণ তুলে আনেন ভিনিসিয়াস জুনিয়র। দুবার গোল করার কাছাকাছি চলে এসেছিলেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার। কিন্তু গোল করতে পারেননি। একবার তাঁর গোলমুখী শট দুরন্ত ক্ষিপ্রতায় বাঁচান রবার্তো ফার্নান্দেজ।
প্যারাগুয়ের রক্ষণে সেভাবে দাঁত ফোটাতে পারেনি ব্রাজিল। গোটা ম্যাচে গোল লক্ষ্য করে মাত্র ৩টি শট নিয়েছিল ব্রাজিল।
২০১৫ সালের জুন মাসে প্যারাগুয়ের কাছে শেষবার হেরেছিল ব্রাজিল। সেবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে গিয়েছিল সেলেসওরা। তারপর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৬ বারের মুখোমুখি সাক্ষাতে ৫ বারই জিতেছে ব্রাজিল। ৯ বছর ২ মাস পর ফের প্যারাগুয়ের কাছে হারের লজ্জায় ডুবল পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার ভারতীয় সময় ভোর রাতের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেল ব্রাজিল। ৭১ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেও হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হল ডোরিভাল জুনিয়রের ছেলেদের। যা বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের চতুর্থ হার।