বুয়েনস আইরেস: লিওনেল মেসি (Lionel Messi) প্রথমবার ফুটবল বিশেষজ্ঞদের নজরে পড়েছিলেন এই টুর্নামেন্টের সাফল্য দিয়েই। ২০০৮ সালে অলিম্পিক্সে সোনা জিতেছিল আর্জেন্তিনার (Argentina Football Team) ফুটবল দল। সেই দলে খেলেছিলেন মেসি। যাঁকে বিস্ময় ফুটবলার হিসাবে ততদিনে চিহ্নিত করে ফেলেছে বিশ্ব।


আর্জেন্তিনার ফুটবলে সুদিন চলছে। ২০২১ সালে কোপা আমেরিকা (Copa America) দিয়ে যে সোনালি অধ্যায়ের সূচনা। তারপর ফাইনালিসিমা, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ ও সদ্যসমাপ্ত কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। এবার কি প্যারিস অলিম্পিক্স থেকেও সোনার পদক ছিনিয়ে নেবে আর্জেন্তিনা?


অলিম্পিক্সের জন্য শক্তিশালী দল গড়েছে লা আলবি.সেলেস্তে শিবির। আর্জেন্তিনার অনূর্ধ্ব ২৩ দলের প্রধান কোচ হাভিয়ের মাসচেরানোকে অলিম্পিক্স দলের দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি ২০১৪ সালে মেসির সঙ্গে আর্জেন্তিনার বিশ্বকাপ দলে ছিলেন। সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে অল্পের জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্তিনার।


মাসচেরানো অলিম্পিক্স দলের দায়িত্ব পাওয়ার পর চেয়েছিলেন, মেসি যেন প্যারিস অলিম্পিক্সে খেলেন। নিয়ম হচ্ছে, অলিম্পিক্সে সব দেশের অনূর্ধ্ব ২৩ দল অংশ নেবে। তবে সেই দলে দুজন সিনিয়র খেলানোর ছাড়পত্র রয়েছে। যদিও মেসি আগেই জানিয়েছিলেন যে, তিনি অলিম্পিক্সে খেলবেন না।


মাসচেরানো আর্জেন্তিনার যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন, তাতে অবশ্য বিশ্বকাপজয়ী দলের চার সদস্যকে রেখেছেন। গোলকিপার জেরোনিমো রুল্লি (Geronimo Rulli), নিকোলাস ওতামেন্দি (Nicolas Otamendi), ম্যাঞ্চেস্টার সিটির ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ় (Julian Alvarez) ও মেজর লিগ সকারে সাড়া ফেলে দেওয়া থিয়াগো আলমাদা (Thiago Almada)। 


অলিম্পিক্সের গ্রুপ বি-তে রয়েছে আর্জেন্তিনা। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। গ্রুপে বাকি দুই দল হল ইউক্রেন ও ইরাক।


 






কেমন হল আর্জেন্তিনা দল?


গোলকিপার: লিয়ান্দ্রো ব্রে, জেরোনিমো রুল্লি


ডিফেন্ডার: মার্কো ডি সিজ়ার, হুলিও সোলার, জোয়াকিন গার্সিয়া, গঞ্জালো লুজ়ান, নিকোনাস ওতামেন্দি ও ব্রুনো অ্যামিওনে


মিডফিল্ডার: এজিকুয়েল ফার্নান্দেজ়, স্যান্তিয়াগো হেজ়ে, ক্রিস্তিয়ান মেদিনা ও কেভিন জেনন


ফরওয়ার্ড: জিউলিয়ানো সিমেওনে, লুসিয়ানো গোনদউ, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ় ও লুকাস বেলট্রান


আরও পড়ুন: স্নেহাশিসের বিয়েতে হয়তো থাকছেন না সৌরভ-ডোনা, কোথায় হচ্ছে অনুষ্ঠান?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।