দোহা: কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। আজ তিউনিশিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জয় ছিনিয়ে নিল অজিরা। বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত মোট ৩ ম্যাচে জয় পেয়েছে অজিরা। আর তিনটি দেশই তিনটি উপমহাদেশের। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের দেশের বিরুদ্ধে বিশ্বকাপে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। অন্য়দিকে তিউনিশিয়া এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে পরপর ২ ম্য়াচে হারল। এর আগে ১৯৯৮ সালে টানা ২ ম্যাচে হেরে গিয়েছিল অজিরা। 


এদিন প্রথমার্ধে তিউনিশিয়ার ডি বক্সে বারবার হানা দিচ্ছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২৩ মিনিটে মিচেল ডিউকের করা গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথমার্ধে আর কোনও দলই গোল পায়নি। ১৯৭৪ সালের পর বিশ্বকাপে অজিদের প্রথম ক্লিনশিট। দ্বিতীয়ার্ধে ২ দলই বারবার প্রতিপক্ষের ডি বক্সে হানা দিলেও কেউই গোল মুখ খুলতে পারেনি। মিচেল ডিউক তাঁর শেষ আট ম্যাচে মোট ৫টি গোল করলেন। তিউনিশিয়ার হয়ে ইউসেফ মাসাকেনি ছয়টি শট মেরেছিলেন গোলমুখে। তিউনেশিয়ার প্লেয়ারদের মধ্যে বিশ্বকাপের ইতিহাসে যা সর্বাধিক। 


নেমারের পারফরম্যান্সে হতাশ


ব্রাজিলের খেলায় খুশি হলেও সাবধানী ডগলাস জানালেন ব্রাজিলের কিছু ক্ষেত্রে সংশোধনের প্রয়োজনীয়তা আছে। প্রথম ম্যাচে ব্রাজিলের বাঁ-দিকটা বেশি কার্যকরী হয়েছে। রফিনহা আরও উন্নত করার জায়গা রয়েছে। ক্যাসেমিরো ভালো বল বাড়িয়েছেন। তবে নেমার খুব একটা ভালো খেলেননি। ভাল সুযোগ তৈরি করতেও ব্যর্থ হন তিনি। দীর্ঘক্ষণ অহেতুকভাবে বল ধরে রেখেছে। তবে অ্যান্টনি বেশ ভালো খেলেছেন। আর রিচার্লিসন নিজের কাজটা ঠিক করে দিয়েছেন।


খুব বেশি বল না পেলেও কিন্তু তারমধেই নিজের কাজটা তিনি করে ফেলেছেন বলে মত ডগলাসের। ৬৫ মিনিটের পর কিন্তু ব্রাজিল খেলোয়াড়দের মধ্যে একটা হালকা ক্লান্তির ডগলাসের নজরে পড়েছে। তিনি বলেন, 'দেখতে চাই ব্রাজিল রক্ষণ চাপে পড়লে দল কেমনভাবে খেলে। এই ম্যাচে প্রতিপক্ষ রক্ষণাত্মক ফুটবল খেলেছে। আক্রমণ প্রায় নেই বললেই চলে। তাই ব্রাজিলের রক্ষণ পরীক্ষার মুখে পড়েনি। প্রায় কিছু করতে হয়নি অ্যালিসনকে। অন্যদিকে স্যুইৎজারল্যান্ড ম্যাচ আর ক্যামেরুন ম্যাচে দানিলো, নেমার নেই চোটের কারণে।'


আজ পরের ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেলতে নামবে পোল্যান্ড। প্রথম ম্যাচে সৌদি আরব অঘটন ঘটিয়ে আর্জেন্তিনাকে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধে  পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে মেসি বাহিনীকে ২-১ গোলে হারিয়ে দেয় সৌদি।