হায়দরাবাদ: সুনীল ছেত্রীর (Sunil Chetri) ভারতীয় দলে (Indian Football Team) তরুণ সদস্য হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। এরপর থেকে ১৩ বছর অতিক্রান্ত হয়েছে। ভারতীয় ফুটবল দলের অভিজ্ঞ তারকা গুরপ্রীত সিংহ সান্ধু। সুনীলের পর এই মুহূর্তে জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা সান্ধু। ৭৫টি ম্য়াচ খেলে ফেলেছেন ভিয়েতনামের বিরুদ্ধে শেষ মাসে।
এই মুহূর্তে হায়দরাবাদ ভারতীয় ফুটবল দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সান্ধু। আগামী ১৮ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে ম্য়াচ রয়েছে ভারতের। প্রীতি এই ম্য়াচে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক। সান্ধু বলছেন, ''এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগে এটাই আমাদের শেষ প্রীতি ম্য়াচ। তাই এই ম্য়াচের গুরুত্বই আলাদা। আমাদের জন্য ভাল খবর যে সন্দেশ ঝিঙ্ঘান দলে ফিরে এসেছে। ও চোট সারিয়ে ফিট হয়ে ফিরেছে মাঠে। ইতিমধ্যেই আইএসএলে এফ গোয়ার হয়ে খেলতে নেমেছে সে।''
গত অক্টোবরে কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিরুদ্ধে শেষবার যখন মুখোমুখি হয়েছিল ভারত, তখন ২-৪ ব্যবধানে হারতে হয়েছিল ভারতীয় ফুটবল দলকে। সাউথ ইস্ট এশিয়ান দলের বিরুদ্ধে প্রথমবার খেলতে নেমেছিলেন সান্ধু। তবে সেই হার থেকে শিক্ষা নিয়ে এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। ভারতীয় গোলরক্ষক বলছেন, ''মালয়েশিয়ায় খেলার অভিজ্ঞতাটা অন্যরকম ছিল। আমাদের দলে অনেকগুলো নতুন নতুন মুখ উঠে এসেছে। ফলাফল আমাদের পক্ষে যায়নি। তবে তা অতীত। আমরা সেই ফল ভুলে সামনের দিকে তাকাতে চাই। আমাদের মূল লক্ষ্য এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করা।''
এফসি গোয়ার স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনটি ম্যাচ খেলেছে ভারত। তবে একটিও জিততে পারেনি। সেপ্টেম্বরে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর ঠিক আগে দেশের মাঠে ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার কাছে তিন গোলে হেরে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যায়। তার আগে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র করে। গত মাসে ভিয়েতনামের বিরুদ্ধে ১-১ ড্র করে তারা। গত বছর নভেম্বরের পর থেকে এখনও জয়ের মুখ দেখেনি ভারতীয় দল।
তবে ভিয়েতনামের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে বেশ খুশি মার্কেজ। তাঁর মতে, "গত ম্যাচে আমাদের খেলায় অনেক উন্নতি দেখা গিয়েছিল। এই ম্যাচে সেটা ধরে রাখতে হবে। আসল কথা হল দলের খেলার স্টাইলের ওপর আস্থা রাখতে হবে দলের খেলোয়াড়দের। সবাই প্রতি ম্যাচ জিততে চায়। আমরাও তার ব্যতিক্রম নই। তবে সে জন্য অনেক পরিশ্রম করতে হবে।"