কলকাতা: আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল হয়েছে আজকের কলকাতা ডার্বি (Kolkata Derby)। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে নিরাপত্তার আশঙ্কায় ম্যাচ বাতিল করে কর্তৃপক্ষ। বিধাননগর কমিশনারেটের তরফে পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানানোয় ডুরান্ড কমিটি ম্যাচ বাতিল করে। তবে ডার্বি ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের সমর্থকরা। সেই প্রতিবাদ ঘিরে তুলকালামও বাঁধে। পুলিশি বেশ কয়েকজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়।


আজ সমর্থকদের প্রতিবাদে পথে দেখা যায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকেও (Kalyan Chaubey)। তিনি কলকাতা ম্যাচ বাতিলের তীব্র প্রতিবাদ জানান। এক সময় তাঁকে মাইকিং করে জনতাকে শান্ত করতেও দেখা যায়। ANI- কে দেওয়া এক সাক্ষাৎকারে কল্যাণের দাবি প্রতিবাদ থামাতে যে পরিমাণ পুলিশ দেওয়া হয়েছে, তার আধা সংখ্যক পুলিশেও ম্যাচ আয়োজন করা হয়ে যেত।


তিনি বলেন, 'আজকে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মরশুমের প্রথম ডার্বি ছিল। আজকে এই প্রতিবাদ আটকানোর জন্য যে পরিমাণ পুলিশ জমায়েত হয়েছে, তার অর্ধেক পুলিশ দেওয়া হলেও ম্যাচটা হতে পারত। সমর্থকদের গ্রেফতারের জন্য মোতায়েন করা আধাসংখ্যক পুলিশ থাকলেও আমার মতে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হত। এটা ফুটবলের জন্য নিন্দার বিষয়।' বিক্ষোভ চলাকালীনই বেশ কিছু সমর্থকদের আটক করে পুলিশ ভ্য়ানে তোলা হয়। সমর্থকরা প্রিজন ভ্যানের সামনেই বসে পড়ে প্রতিবাদ জানান। কোনও সমর্থককে পুলিশ আটক করবে না, বলে কল্যাণকেও সকলকে নিশ্চিত করতে দেখা যায়।


কলকাতার বর্তমান পরিস্থিতির জেরে ডুরান্ড কাপের ম্যাচগুলি কলকাতা থেকে সরিয়ে নিয়ে গিয়ে জামশেদপুরে আয়োজন করা হতে পারে বলে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। তবে কল্যাণ নিশ্চিত কলকাতায় ম্যাচ হলে কোনওরকম কোনও সমস্যা হবে না। 'কলকাতা ফুটবলের প্রাণকেন্দ্র। হাজার হাজার পুরুষ ও মহিলারা আজ এখানে এসেছেন। এখানের ম্য়াচ কেন জামশেদপুর বা শিলংয়ে স্থানান্তরিত হবে? এখানকার ম্যাচ এখানেই হওয়া উচিত। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের ম্য়াচগুলি এখানেই হওয়া উচিত। ফুটবলে কোনও রাজনীতি নেই। সব রং, ধর্ম, জাতির উর্দ্ধে ফুটবল। ফুটবল খেলা। আমার বিশ্বাস এখানে ম্যাচ হলে কোনও অশান্তি হবে। সকলে শান্তিপূর্ণভাবে ম্যাচ দেখবেন। তবে হ্যাঁ আর জি করে যে ঘটনা হয়েছে, যে ঘটনার প্রতিবাদে সকলে এখানে জমায়েত হয়েছেন, তাঁরা ফুটবলপ্রেমী। সকল ফুটবলপ্রেমীরা চান দোষীদের ধরা হোক এবং তাদের যত দ্রুত সম্ভব শাস্তি হোক।' যোগ করেন তিনি।


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ইস্ট-মোহন সমর্থকদের সঙ্গে প্রতিবাদে সামিল মোহনবাগান অধিনায়ক শুভাশিস