নয়াদিল্লি: ডুরান্ড কাপ ২০২৪-এর (Durand Cup 2024) কোয়ার্টার-ফাইনালের সূচি ঘোষণা করা হল। আটটি যোগ্যতা অর্জনকারী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ভার্চুয়াল পদ্ধতিতে লটারির মাধ্যমে এই সূচি তৈরি হয়। শনিবার এফসি গোয়া বনাম শিলং লাজং এফসি-র গ্রুপ 'এফ'-এর খেলা শিলংয়ে শেষ হওয়ার পর আটটি যোগ্যতা অর্জনকারী দলের নাম স্পষ্ট হয়ে যায়।


এর পর একটি ভিডিও কলের আয়োজন করা হয়, যেখানে সমস্ত যোগ্যতা অর্জনকারী দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের সামনে একটি লটারি অনুষ্ঠিত হয় এবং প্রতিটি ভেন্যুতে কোন দু'টি দল খেলবে তা চূড়ান্ত করা হয়। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালটি কলকাতা থেকে শিলংয়ে সরানোর সিদ্ধান্তও নেওয়া হয়। হিসেবমতো ইস্টবেঙ্গলের ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হওয়াক কথা ছিল। কিন্তু তা শিলংয়ে হবে। অপরদিকে, মোহনবাগানের ম্যাচটি হবে জামশেদপুরে। তবে টুর্নামেন্টের ফাইনালটি এখনও পর্যন্ত ৩১ অগাস্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই অনুষ্ঠিত হওয়ার কথা। 


এ বছরের আসরে মোট ২৪টি দল অংশ নিয়েছে, যার মধ্যে নেপালের একটি দল এবং ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দলগুলো অংশ নেয়।১৩৩তম ডুরান্ড কাপ ২৭ জুলাই শুরু হয়েছিল। রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনাবাগানের ম্যাচটি বাতিল হয় বটে, তবে এক পয়েন্ট ভাগাভাগি হওয়ায় দুই দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। তিন ম্যাচে সাত পয়েন্ট করে পেয়েছে দুই দলই। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় মোহনবাগান গ্রুপ 'এ’-এর চ্যাম্পিয়ন হয়। তাদের গোলপার্থক্য যেখানে ৭, সেখানে ইস্টবেঙ্গলের গোলপার্থক্য ৪।  তাই লাল হলুদ দ্বিতীয় স্থানে শেষ করে।


 






 


ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের সূচি দেওয়া হল:


কোয়ার্টার-ফাইনাল ১ (২১ আগস্ট, সাই স্টেডিয়াম, কোকরাঝাড়):


নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ইন্ডিয়ান আর্মি এফটি, বিকেল ৪.০০


কোয়ার্টার-ফাইনাল ২ (২১ আগস্ট, জওহরলাল নেহেরু স্টেডিয়াম, শিলং):


শিলং লাজং এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, সন্ধ্যা ৭.০০


কোয়ার্টার-ফাইনাল ৩ (২৩ আগস্ট, ২০২৪, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর):


মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পাঞ্জাব এফসি, বিকেল ৪.০০


কোয়ার্টার-ফাইনাল ৪ (২৩ আগস্ট, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা):


বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি, সন্ধ্যা ৭.০০


(তথ্য়: আইএসএল মিডিয়া)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রবিবার যৌথভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর ডাক ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের