দোহা: গতকালই ঢাকে কাঠি পড়ে গিয়েছে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022)। প্রথম ম্যাচে আয়োজক কাতারকে হারিয়ে বিশ্বকাপ (Qatar World Cup 2022) অভিযান শুরু করেছে ইকুয়েডর। আজ শক্তিশালী ইংল্যান্ড (England vs Iran) নামবে ইরানের বিরুদ্ধে। ম্য়াচে নজর থাকবে ২ তরুণের দিকে। একজন ফডেন ও দ্বিতীয় জন বুকায়ো সাকা। কিন্তু ২ জনই কি আদৌ একাদশে সুযোগ পাবেন? সেদিন থেকে অবশ্য পাল্লা ভারী সাকার। আর্সেনালের হয়ে খেলা ২১ বছরের এই তরুণ উইঙ্গারকে একাদশে রেখেই দল নামাতে পারেন গ্যারেথ সাউথগেট।
ম্যাঞ্চেস্টার সিটির হয়ে খেলা ফিল ফডেনকে সেক্ষেত্রে হয়ত রিজার্ভে থাকতে হতে পারে। সাম্প্রতিক ফর্ম ও ধারাবাহিকতার জন্যই হয়ত সাকাকে এগিয়ে রাখা যেতে পারে। প্রিমিয়ার লিগে ৫টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন আর্সেনালের হয়ে। আক্রমণভাগে থাকছেন হ্যারি কেন ও রহিম স্টার্লিং।
হ্যারি কেন। দেশের হয়ে ৭৫ টি ম্যাচে করেছেন ৫১ টি গোল। গত বিশ্বকাপের টপ স্কোরার। করেছিলেন ৬ গোল। তবে, কেভিন ফিলিপস্, কাইল ওয়াকারদের চোট-সমস্যা ভাবাচ্ছে ইংলিশ কোচকে। ভরসা বহুযুদ্ধের পোড় খাওয়া নায়ক রহিম স্টার্লিং। সুযোগ পেলে হিসেব উল্টে দিতে পারেন বিস্ময় প্রতিভা ফিল ফডেনও। যুব বিশ্বকাপে যাঁর স্কিলের সাক্ষী রয়েছে ভারত।
থ্রি লায়ন্সের বিশ্বকাপ অভিযান। এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দেশ। ২০১৮-তে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল। আর, ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল। হ্যারি কেন অ্যান্ড কোম্পানির দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও শেষ মুহূর্তে খালি হাতে ফিরে আসা। কোথায় যে ফাঁক রয়ে যায়! তবু, ইরানকে উড়িয়েই কাতারে একটা দুর্দান্ত শুরু করতে চায় গ্যারেথ সাউথগেটের ছেলেরা। সেজন্য কোচের বাজি অবশ্যই ক্যাপ্টেন হ্যারি কেন।
এর আগে কোনও ম্যাচে ইংল্য়ান্ড ও ইরান পরস্পর মুখোমুখি হয়নি। এবারই প্রথমবার মাঠে নামতে চলেছে ২ দল একে অপরের বিরুদ্ধে। শেষ ৫ ম্যাচের মধ্যে একটি ম্যাচও জিততে পারেনি থ্রি লায়ন্সরা। তবে ইরান তাঁদের শেষ ৫ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতেছে।
ইউয়েফা ওয়ার্ল্ড কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইংল্যান্ড মোট ১০ ম্যাচে ৩৯ টি গোল করেছিল। অন্যদিকে ইরান ১০টি ম্যাচে মোট ১৫ গোল করেছিল।