Sunil Chhetri: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন, এ মরশুমশেষেই কি ক্লাব ফুটবল থেকেও অবসর নেবেন সুনীল ছেত্রী?

ABP Ananda Updated at: 12 Jul 2024 09:14 PM (IST)
Edited By: Rishav Roy

Sunil Chhetri Retirement: জুনেই জাতীয় দলের জার্সি গায়ে নিজের ১৫১তম ম্যাচ খেলে অবসরের কথা ঘোষণা করেন সুনীল ছেত্রী।

৪০ ছুঁই ছুঁই সুনীল এখনও নিজের সেরা দিতে বদ্ধপরিকর (ছবি: বেঙ্গালুরু এফসি)

NEXT PREV

বেঙ্গালুরু: বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) ফরোয়ার্ড এবং ভারতীয় ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী (Sunil Chhetri), আসন্ন ক্লাব মরশুমে আবারও নিজেকে প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ২০১৮-১৯ সালে আইএসএলের কাপ বিজয়ীরা গত মরশুমে লিগতালিকায় দশম স্থানে শেষ করে। স্প্যানিশ প্রধান কোচ জেরার্ড জ়ারাগোজার প্রশিক্ষণে নতুন মরশুমে নতুনভাবে শুরু করতে চায় তারা। 


মরশুম শুরুর আগে দলের উদ্দেশে প্রধান কোচের বার্তা সম্পর্কে সুনীল ছেত্রী মন্তব্য করেন, 'কোচ বলেছেন, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে দলে জায়গা পাওয়ার জন্য। এটি একটি সুস্থ পরিবেশ তৈরি করে। সাধারণত, প্রধান কোচরা প্রথম দিনে সুন্দর কথাবার্তা বলেন, কিন্তু তিনি এসে আমাদের দলের মধ্যে প্রতিযোগিতা সম্পর্কে বলেছিলেন। তিনি এ রকমই চান,'।












গত জুনে ৩৯ বছর বয়সি ভারতীয় ফুটবল তারকা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। তবে বেঙ্গালুরু এফসির সঙ্গে আসন্ন ক্লাব মরশুমে খেলা চালিয়ে যাবেন এই তারকা ফরোয়ার্ড। সুনীল ছেত্রী, যিনি জাতীয় দলের জার্সি গায়ে অনেক গৌরবময় কীর্তি অর্জন করেছেন, তিনি তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি কলকাতায় কুয়েতের বিরুদ্ধে খেলেন। সেই ম্যাচে ব্লু টাইগার্স গোলশূন্য ড্র করে। জাতীয় দল থেকে অবসর নিয়ে কথা বলতে গিয়ে ছেত্রী বলেন, 'আমি মনে করি, সঠিক সময়েই অবসর নিয়েছি আমি। এ জন্য অনেক রকমের দৃষ্টিভঙ্গি ছিল আমার। তাই, আমি এখন শুধু খেলাটা উপভোগ করতে চাই'।


শুধুমাত্র ক্লাব ফুটবলে মনোযোগ দিয়ে, দলের মধ্যে পার্থক্য তৈরি করাই এখন সুনীলের লক্ষ্য।  যতদিন তা করতে পারবেন, ততদিন বেঙ্গালুরু এফসির স্কোয়াডে থাকতে চান তিনি। 'আমি কতদিন খেলব তা নিয়ে আমার কোনও ধারণা নেই। এর অনেকটাই নির্ভর করবে আমি দলে কতটা প্রভাব ফেলতে পারছি, তার উপর,' বলেন সুনীল।


তাঁর মতে, 'এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলির অন্যতম। কারণ, আমি ফুটবলে যেমন জীবন কাটিয়েছি, বিশেষ করে এই ক্লাবে। এটি আমার ক্লাব। দলের খেলায় প্রভাব ফেলতে না পারলে এখানে থাকতে চাই না। যতক্ষণ পর্যন্ত দলে আমার মূল্য থাকবে, ততদিন দলে থাকব। এটি একটি শর্ত। পরের শর্ত হল, আমার পরিবার', বলেন অভিজ্ঞ ফুটবল তারকা।

























আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়়ুন: ছেঁড়া মোজা পড়েই খেলছেন একের পর এক ম্যাচ, ইউরো মাতাচ্ছেন বেলিংহ্যাম, সাকারা, কিন্তু কেন? 

Published at: 12 Jul 2024 09:14 PM (IST)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.