নয়াদিল্লি: হায়দরাবাদ, মুম্বই, নয়াদিল্লিতে সুষ্ঠুভাবে লিওনেল মেসি (Lionel Messi) ঘিরে অনুষ্ঠান সম্পন্ন হলেও কলকাতায় অনুষ্ঠান পণ্ড হয় যায়। সেই ঘটনার পর ৭২ ঘণ্টারও বেশি কেটে গেলে এখনও পর্যন্ত এই নিয়ে জলঘোলা অব্যাহত। এবার এই নিয়ে মুখ খুললেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। ভারতের কিংবদন্তি ক্রিকেটার কিন্তু কলকাতার কাণ্ডের জন্য মেসির দিকে আঙুল তুললেন।

Continues below advertisement

গাওস্কর বলেন মেসির একটা নির্দিষ্ট সময় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকার কথা ছিল তবে তিনি নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন। তাই এই গোটা ঘটনার জন্য মেসি এবং তাঁর ম্যানেজমেন্টকেই দায়ী করলেন গাওস্কর। তিনি লেখেন, 'একজন যে কথার বিরুদ্ধে গিয়েছেন, তাঁকে বাদে সকলকে এই ঘটনার জন্য দোষারোপ করা হয়। ওর সঙ্গে ঠিক কী চুক্তি করা হয়েছিল সেটা সকলে জানেন না, তবে ওঁর যদি এক ঘণ্টা থাকার কথা থাকে কিন্তু যদি আগে বেরিয়ে যান, তাহলে ওঁ এবং ওঁর ম্যানেজমেন্টকে দায়ী করতে হয়।'

গাওস্কর আরও যোগ করেন, 'হ্যাঁ, ওঁকে তথাকথিত ভিআইপি এবং রাজনীতিকরা ঘিরে রেখেছিলেন, তবে ওঁর নিরাপত্তার তো তেমন ঝুঁকি ছিল না। ওঁর কী মাঠ ঘোরার কথা ছিল না পেনাল্টি কিক মারার মতো কিছু করার কথা ছিল? যদি দ্বিতীয়টা হয়, তাহলে ওঁর আশেপাশে যাঁরা ছিলেন, তাঁরা তো এমনিই তখন সরে যেতেন। লোকজন তাঁদের হিরোকে যে কারণে দেখতে এসছিলেন, সেটা সম্পূর্ণ হত। বাকি জায়গাগুলিতে সব ঠিকঠাক হয়েছে কারণ সেখানে কথা রাখা হয়েছে।'

Continues below advertisement

প্রসঙ্গত, লিওনেল মেসির ভারত সফর কালই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে কুয়াশার ফলে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই রাজধানী নয়াদিল্লিতে নেমেছিলেন তিনি। সেখান থেকেই দেশে ফিরে যাওয়ার কথা থাকলেও শেষমেশ তা হয়নি। তবে নিজের সূচি বদলে কাল জামনগরে পৌঁছে গিয়েছিলেন মেসি। আজ সেখান থেকেই রওনা দিলেন বিশ্বজয়ী অধিনায়ক।

নয়াদিল্লিতে থেকে দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও মেসিসহ রদ্রিগো দি পল এবং লুইস সুয়ারেজকে জামনগরে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ভানতারায় আমন্ত্রণ জানানো হয়। নয়াদিল্লি থেকে সেখানেই কাল উড়ে গিয়েছিলেন তাঁরা। রাতে অনন্ত আম্বানি তাঁদের হোস্ট করেন। সেখানে এক রাত থাকার পর তারপরে অবশেষে আজ বিমানে চেপে রওনা দিলেন আর্জেন্তাইন কিংবদন্তিসহ সুয়ারেজরা।