কলকাতা: বাতিল করে দেওয়া হয়েছে ডুরান্ড কাপে (Durand Cup) গ্রুপ পর্বের ডার্বি। রবিবার ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (East Bengal FC vs Mohun Bagan SG) ম্যাচ হওয়ার কথা ছিল সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে। সেই ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকেরা বেনজিরভাবে জোট বেঁধে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানাবেন বলে ঠিক করেছিলেন। ঠিক হয়েছিল, RG কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ও ন্যায়বিচারে দাবিতে টিফো, ব্যানার, পোস্টারে ভরিয়ে দেওয়া হবে গ্যালারি। কিন্তু শনিবার দুপুরে ডুরান্ড কাপ আয়োজক কমিটি ঘোষণা করে দিয়েছে, ডার্বি বাতিল।


কেন? আয়োজকদের তরফে বলা হয়েছে, ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে পুলিশ। যদিও ওয়াকিবহাল মহলের মত হচ্ছে, জনতাকে প্রতিবাদের মঞ্চ না দেওয়ার কৌশলগত কারণেই পুলিশ নিরাপত্তার ব্যাপারে বেঁকে বসেছে। পরিত্যক্ত হয়েছে ডার্বি।


যদিও এই সিদ্ধান্ত ভালভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গল ও মোহনবাগান - দুই ক্লাবেরই সমর্থকেরা। ক্ষোভের আগুনে যে ঘৃতাহুতি হল, জানিয়ে দিয়েছে লাল-হলুদ ও সবুজ-মেরুন জনতা। শনিবার সন্ধ্যায় মোহনবাগান তাঁবুর সামনে বিক্ষোভ দেখান একদল সবুজ-মেরুন সমর্থক। ময়দানে বিক্ষোভ দেখিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকেরাও।


তবে এখানেই থেমে থাকছে না প্রতিবাদ কর্মসূচি। রবিবার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামের সামনে দুই ক্লাবের সমর্থকেরা মিলে আরও বড় বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করেছেন।


শনিবার সন্ধ্যায় মোহনবাগানের একটি ফ্যান ক্লাবের তরফ থেকে ময়দানে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। RG কর হাসপাতালে মহিলা চিকিৎসকের হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে সরব ছিলেন তাঁরা। মোহনবাগান ক্লাব তাঁবুর সামনে থেকে মোমবাতি হাতে ময়দানের গোষ্ঠ পালের মূর্তি পর্যন্ত মিছিল করেন সমর্থকেরা। সেই মিছিল থেকে স্লোগান ওঠে 'আর জি করের বিচার চাই', 'ডার্বি বাতিল মানছি না, মানব না,' 'উই ওয়ান্ট জাস্টিস'। 


ডার্বি বাতিল হলেও রবিবার RG কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল হতে পারে সল্ট লেকের যুবভারতী স্টেডিয়াম চত্বর। রবিবার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা মিলিতভাবে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জমায়েত করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। দুই দলের সমর্থকরা জমায়েত করে মিছিল করতে পারেন। 


আরও পড়ুন: 'এই রাক্ষসদের জন্য আইন বদলানো উচিত', RG কর কাণ্ড নিয়ে সরব ঋদ্ধিমান সাহা