ডর্টমুন্ড: ইউরো কাপে (Euro Cup) চ্যাম্পিয়ন। অথচ ২০২২ সালের কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারার যন্ত্রণা এখনও কুড়ে কুড়ে খায় ইতালি (Italy vs Albania) জাতীয় ফুটবল দলকে। সেই আক্ষেপ কি ফের একবার ইউরোপ সেরা হয়ে মিটিয়ে নিতে পারবে আজুরি শিবির?


শনিবার ভারতীয় সময় মাঝরাত পেরিয়ে, সাড়ে বারোটায় (ক্যালেন্ডার অনুযায়ী রবিবার) আলবেনিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ইতালি। প্রথম ম্যাচের আগে ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি (Luciano Spalletti) স্পষ্ট করে দিলেন, তাঁর দল কোনও চাপে নেই। স্পালেত্তি এ-ও জানালেন যে, তাঁর ফুটবলাররা নায়ক, প্রবল শক্তিশালী।


আলবেনিয়া ম্যাচের আগে গোলকিপার তথা অধিনায়ক জিয়ানলুইগি দোনারুমার সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্পালেত্তি। প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ যে দেশ, সেই দেশের বেশ কয়েকজুন ফুটবলার খেলেন সেরি আ-তে। ইতালির ফুটবলকে চেনেন হাতের তালুর মতো। তবে তা নিয়ে চিন্তিত নয় ইতালি শিবির।


স্পালেত্তি বলেছেন, 'এই ম্যাচ ঘিরে অনেক আবেগ রয়েছে। তবে ম্যাচের সময় যত এগিয়ে আসছে, স্নায়ুর চাপ কেটে গিয়ে বরং খুশির আবহ তৈরি হচ্ছে। ডর্টমুন্ড ফুটবল খেলার জন্য দারুণ জায়গা।'


আলবেনিয়ার কোচ স্লিভিনহোর প্রশংসা শোনা গিয়েছে স্পালেত্তির মুখে। বলেছেন, 'দলটিকে দারুণভাবে তৈরি করেছে। আমরা এমন একটা দলের বিরুদ্ধে নামছি যারা আমাদের খেলার ধরন খুব ভালভাবে জানে। ম্যাচটি কঠিন হবে।'


ইউরো কাপে দল যে ছকেই খেলুক না কেন, সমর্থকেরা যেন পাশে থাকেন, আর্জি স্পালেত্তির। বলেছেন, 'খেলার ধরন বজায় রাখা গুরুত্বপূর্ণ। কিন্তু কখনও সখনও কেউ কেউ এমনও থাকবে যারা বিরোধিতা করবে। আমি নিশ্চিত আমরা কী ধরনের ফুটবল খেলতে চাই, সেটা দলের ফুটবলাররা খুব ভাল করে জানে। তবে শুধু মাঠের ১১ জন ফুটবলার নয়, ৬০ মিলিয়ন ভক্তকেও আমাদের সঙ্গে খেলতে হবে, সেরাটা দিতে হবে।'


কাদের ম্যাচ?


ইউরো কাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি ইতালি ও আলবেনিয়া


কবে খেলা?


ম্যাচটি হবে ১৬ জুন


কখন শুরু ম্যাচ?


ভারতীয় সময় শনিবার রাত ১২.৩০-এ ম্যাচের কিক অফ (ক্যালেন্ডার অনুযায়ী রবিবার)


কোথায় ম্যাচ?


ইতালি ও আলবেনিয়া ম্যাচটি হবে ডর্টমুন্ডে


টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?


ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে হাতের স্মার্টফোনেও দেখতে পাবেন ইতালি ও আলবেনিয়া ম্যাচ। সোনি লিভ মোবাইল অ্যাপে দেখা যাবে খেলা


আরও পড়ুন: ইউরো কাপে শনিবার স্পেন-ক্রোয়েশিয়া ধুন্ধুমার লড়াই, কখন-কোথায় দেখবেন ম্যাচ?