নয়াদিল্লি: বিগত আট ম্যাচে মাত্র একটি ড্র, দুইবার টুর্নামেন্টের ফাইনালসহ মোট সাতটি পরাজয়। রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে লিভারপুল (Liverpool) বারংবার ব্যর্থ হয়েছে। তবে ছবিটা অবশেষে বদলাল। য়ুরগেন ক্লপও যা করে দেখাতে পারেননি, সেটাই করলেন আর্নে সল্ট। অ্যানফিল্ডে ঘটনাবহুল ম্যাচে পরাজিত করলেন লস ব্লাঙ্কোসকে। অপরদিকে, জুভেন্তাসের বিরুদ্ধে ড্র করল অ্যাস্টন ভিলা। অপরদিকে, বরুসিয়া ডর্টমুন্ড নিজেদের ম্যাচে সহজ জয় পেল।
অ্যানফিল্ডে প্রথমার্ধে সিংহভাগ সময়ই লিভারপুল ম্যাচে নিজেদের দাপট দেখানোর চেষ্টা করে, রিয়াল মাদ্রিদও প্রতিআক্রমণ চালায়। তবে প্রথমার্ধে দুই দলের কেউই জালে বল জড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধে কিন্তু শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় লিভারপুল। থিবো কুর্তোয়া বেশ খানিকটা সময় প্রতিহত করলেও, শেষমেশ অ্যালেক্সিস ম্যাকালিস্টার লিভারপুলের হয়ে গোল করেন। তবে রিয়াল মাদ্রিদ খুব একটা আহামরি না খেললেও, ম্যাচে ফেরার দুরন্ত সুযোগ ছিল তাঁদের সামনে। রবার্টসনের ফাউলের সুবাদে পেনাল্টি পায় রিয়াল। তবে কিলিয়ান এমবাপের শট দুরন্তভাবে প্রতিহত করে দেন কেলেহার।
এমবাপের পর পালা ছিল লিভারপুলের মহাতারকা মহম্মদ সালার পেনাল্টি মিসের। তাঁর শট পোস্টে লেগে বাইরে বেরিয়ে যায়। তবে শেষমেশ সাবস্টিটিউট হিসাবে নামা কোডি গ্যাকপো হেডার থেকে লিভারপুলের দ্বিতীয় গোলটি করেন। ম্যাচ আর কোনও গোল হয়নি। এই জয়ের ফলে পাঁচে পাঁচ অর্থাৎ পাঁচ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল লিভারপুল।
তবে আরেক ইংরেজ ক্লাব অ্যাস্টন ভিলা কিন্তু জয় পেল না। মিডল্যান্ডসের ক্লাব চ্যৈাম্পিয়ন্স লিগে শুরুটা তিন ম্যাচ জিতেই করেছিল। তবে সব প্রতিযোগিতা মিলে বিগত তিন ম্যাচে জয়হীন ছিল ভিলা। সেই হাট হতাশার দৌড় শেষ করে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভিলা। স্টপেজ টাইমে মর্গ্যান রজার্সের গোলে ভিলার সমর্থকরা মনে করেছিল তাঁরা ম্য়াচ হয়তো জিতেই গিয়েছে। তবে গোলরক্ষক মিচেল ডি গ্রেগোরিওকে ফাউল করায় সেই গোল বাতিল হয়।
অপরদিকে, বরুসিয়া ডর্টমুন্ড জেমি গিটেন্স সুন্দর একটি গোলে ম্যাচে এগিয়ে যান। দ্বিতীয়ার্ধে ব়্যামি বেন্সাবায়িনি ৫৬ মিনিটে ও গুরাসে আরও একটি গোল করে ডিনামো জাগ্রেবকে ৩-০ গোলে হারায়। অন্যান্য ম্যাচে মোনাকো ৩-২ গোলে বেনফিকার বিরুদ্ধে পরাজিত হয়েছে। একই স্কোরলাইনে শাখতারকে হারায় ডাচ ক্লাব তথা লিগ লিডার পিএসভি। সেল্টিক ও ক্লাব ব্রুজ়ের ম্যাচ ড্র হয়, লিলি বলোনিয়াকে ২-১ গোলে হারায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: লিওনেল মেসির থেকেও ভাল! রোবট ফুটবলার তৈরির লক্ষ্যে বিজ্ঞানীরা