বার্লিন: অনবদ্য, অপরাজিত। বার্লিনের অলম্পিস্টাডিয়নে উয়েফা ইউরোর ফাইনালে (UEFA Euro 2024 Final) ইংল্যান্ডকে ২-০ হারিয়ে প্রথম দল হিসাবে নাগাড়ে সাত ম্যাচ জিতে মহাদেশের সেরা হয়েছে স্পেন (Spain vs England)। ২০১৫ সালে অনূর্ধ্ব ১৯, ২০১৯ সালে অনূর্ধ্ব ২১-র পর স্প্যানিশ সিনিয়র দলকে নিয়ে এবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছেন লুইস দে লা ফুয়েন্তে (Luis de la Fuente)। তা সত্ত্বেও তিনি ফেভারিটের তকমায় নারাজ।


ইংল্যান্ডের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে অনেকেই মনে করছিলেন স্পেনই ফেভারিট হিসাবে মাঠে নামবে। ম্যাচের আগে সেই তকমা সরাসরি খারিজ করে দিয়েছিলেন স্পেন কোচ। ফাইনাল জেতার পরেও তাঁর স্টান্স বদলাল না। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, 'আমরা ফেভারিট হিসাবে মাঠে নেমেছিলাম বলে আমার মনে হয় না। আমরা শুধু সেয়ানে সেয়ানে টক্করটা দিতে চেয়েছিলাম এবং আমরা সেটা পেরেছি। আমি চাই আমার দলের ফুটবলাররা যেন আরও উন্নতি করতে থাকে। ওরা দল হিসাবে দারুণ এবং নিজেদের ওপর ওদের গর্ব করা উচিত। আমার কাজটা ওরাই অনেক সহজ করে দিয়েছে।'


এখানেই শেষ নয়, বরং শুরু। লা রোহার এই দল আরও টুর্নামেন্ট জিততে আগ্রহী বলেই জানান স্পেন কোচ। 'আমরা এই দারুণ ফুটবলারদের এই গ্রুপকে নিয়ে খুব খুশি এবং অত্যন্ত গর্বিত। আমার মতে আমরা যেটা করেছি, সেই সাফল্যটা রাতারাতি পাওয়া যায় না। আজকের দিনটা আনন্দ করার দিন। তবে শীঘ্রই ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবনাচিন্তা শুরু করব। এই দলটা উচ্চাকাঙ্খী এবং ওরা আরও টুর্নামেন্ট জিততে বদ্ধপরিকর।' দাবি কোচের।


স্পেন দলের ইঞ্জিন, টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হওয়া রদ্রিকে ছাড়াই কিন্তু দ্বিতীয়ার্ধটা খেলতে হয়েছে স্পেনের। রদ্রির পরিবর্তে মাঠে নামা মার্টিন জ়ুবিমেন্ডির পারফরম্যান্সে কোচ উচ্ছ্বসিত। দে লা ফুয়েন্তে বলেন, 'আমি সবসময়ই বলে এসেছি যে আমার দলে ২৬ জন দুরন্ত ফুটবলার রয়েছে। আমরা যখন পরিবর্তনগুলো ঘটাই, তারপরেও যেভাবে খেলি, সেটাই এর পরিচায়বাহক। ওদের থেকে যতটা প্রত্যাশা করা হয়, সবসময় সেই স্তরেই পারফর্ম করে গিয়েছে ওরা। ও (জ়ুবিমেন্ডি) কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে। আমাদের দারুণ প্রতিভাগুলির অন্যতম ও। এর জন্য ওকে অনেক ধন্যবাদ। এই গ্রুপকে কোচিং করানোটা আমার সৌভাগ্য।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: স্পেনের বিরুদ্ধে কেন হারতে হল ইংল্যান্ডকে? খোলসা করলেন অধিনায়ক কেন