নয়াদিল্লি: দুই তারকাখচিত দল, ফ্রান্স ও নেদারল্যান্ডসের গোলশূন্য ড্র এবং পোল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে অস্ট্রিয়ার জয় উয়েফা ইউরোর (UEFA Euro 2024) গ্রুপ 'ডি'-র লড়াই জমিয়ে দিয়েছে। দুই ম্যাচে হারের জেরে পোল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়া, তিন দলই রাউন্ড অফ ১৬-র পৌঁছতে পারে।


এমন পরিস্থিতিতে আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামছে অস্ট্রিয়া এবং পোল্যান্ড ও ফ্রান্স ডর্টমুন্ডে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। এমবাপেহীন ফ্রান্সের বিরুদ্ধে ডাচরা ড্র করলেও অধিনায়ক ভ্যান ডাইক কিন্তু খুব একটা হতাশ হননি। নেদারল্যান্ডস চার পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও, তৃতীয় স্থানে শেষ করা সেরা দলগুলির মধ্যে অন্যতম দল হিসাবে পরের রাউন্ডে জায়গা পাবে। অস্ট্রিয়ার সামনে ভ্যান ডাইকদের বিরুদ্ধে চ্যালেঞ্জটা কঠিন বটে, তবে রাল্ফ ব়্যাগনিক দায়িত্ব নেওয়ার পর থেকে দলের ভোলই বদলে গিয়েছে।


এবারের ইউরোতে দুরন্ত ফুটবল খেলে অস্ট্রিয়া সকলের নজর কেড়েছে। তবে শুধু এবারের মেগা টুর্নামেন্টে নয়, ব়্যাগনিক সেপ্টেম্বর ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কেবল ফ্রান্স ও বেলজিয়াম, ফিফা ব়্যাঙ্কিংয়ের বিচারে ইউরোপের সেরা দুই দলের বিরুদ্ধেই পরাজিত হয়েছে অস্ট্রিয়া। মিডফিল্ডার মার্সেল স্যাবিটজ়ার কিন্তু মেনে নিচ্ছেন যে ডাচদের বিরুদ্ধে তাঁদের লড়াইটা কঠিন হবে। তবে প্রেসিং ফুটবল খেলেই ভ্যান ডাইকদের হারানোর ছক কষছে অস্ট্রিয়া।


নেদারল্যান্ডসের পাশাপাশি ফ্রান্সও চার পয়েন্ট নিয়ে একইভাবে রাউন্ড অফ ১৬-তে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। তবে পোল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে ছন্দে ফেরার লক্ষ্যে মাঠে নামবেন লাঁ ব্লাঁরা। পোলিশদের বিরুদ্ধে ফ্রান্সের রেকর্ডও কিন্তু বেশ ঈর্ষণীয়। বিগত ৪২ বছরে পোল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স কোনও ফুটবল ম্যাচে পরাজিত গয়নি। তবে হালে ইউরোতে তাঁরা শেষ আট ম্যাচে অপরাজিত থাকলেও, তার মধ্যে চাকটি ম্যাচই ড্র হয়েছে। এই পরিসংখ্যান নিশ্চয়ই বদলাতে আগ্রহী হবে দিদিয়ের দেশঁর দল।


অপরদিকে, পোল্যান্ডের খাতায় কলমে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচটা নিয়মরক্ষার। আলাদাভাবে তেমন করে কিছু পাওয়ার নেই। তবে পোলিশ ডিফেন্ডার ফ্রাঙ্কস্কি হতাশাজনক টুর্নামেন্টের থেকে কিছু ইতিবাচক দিক খুঁজে বের করতে তৎপর। শেষটা যে পোল্যান্ড জয়ে মাধ্যমেই করতে চায় এবং তার জন্য যে ফ্রান্সকে তাঁরা একচুল জমিও ছাড়বেন না, সে কথা স্পষ্ট করে দিয়েছেন ফ্রাঙ্কস্কি। এবার শুধু রেফারির বাঁশি বাজার অপেক্ষা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ৮ বছর পর জয় দিয়ে কোপা অভিযান শুরু করতে ব্যর্থ দল, ম্যাচ শেষে মাঠের দোহাই দিলেন ব্রাজিলিয়ান কোচ