নয়াদিল্লি: উয়েফা নেশনস লিগ (UEFA Nations League) অভিযানের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি ফ্রান্স (France Football Team)। তবে বেলজিয়ামকে হারিয়ে জয়ে ফিরল দিদিয়ের দেশঁর দল। অপরদিকে, জয়ের ধারা অব্যাহত রাখল ইতালি (Italy Football Team)। নিজেদের ম্যাচে জয় পেল তুরস্ক, নরওয়েও।
ইতালির বিরুদ্ধে হতাশাজনক হারের সম্মুখীন হয়েছিলেন কিলিয়ান এমবাপেরা। শক্তিধর বেলজিয়ামের বিরুদ্ধে দলে একাধিক বদল আনেন কোচ দেশঁ। অধিনায়ক এমবাপে, আঁতোয়া গ্রিজ়ম্যানদের বেঞ্চে রেখেই দল নামিয়েছিলেন দেশঁ। গুচ্ছ পরিবর্তন করা লাঁ ব্লাঁর বিরুদ্ধে শুরুর দিকে বেলজিয়ামই দাপট দেখাচ্ছিল। কিন্তু ম্যাচ যত গড়ায়, ততই ম্যাচে ফ্রান্স নিজেদের দখল সুদৃঢ় করে। আক্রমণের ঝাঁঝ বাড়ায় ফ্রান্স। তার সুফলও পায় তারা। ম্যাচের আধ ঘণ্টার মাথায় উসমান দেম্বেলের শট দারুণভাবে বাঁচিয়ে দেন কোয়েন ক্যাস্টিলস। তবে ফিরতি বল জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি ব়্যান্ডাল কোলো মুয়ানি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আগাগোড়ায় দাপট দেখান এনগলো কন্তেরা। দেম্বেলে প্রথমার্ধে রুখে দিলেও, দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের তারকা ফরোয়ার্ড গোল করতে কোনও ভুল করেননি। ম্যাচে আর কোনও গোল হয়নি। ২-০ ব্যবধানেই জয় পায় ফ্রান্স। এদিন পরিবর্ত হিসাবে মাঠে নেমেই অলিভিয়ের জিহুর সঙ্গে যুগ্মভাবে ফ্রান্সের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ, ১৩৭ ম্যাচ খেলা ফুটবলার হয়ে যান গ্রিজম্যান। তিনি হুগো লরিসের সর্বকালীন রেকর্ড থেকে আর মাত্র আট ম্য়াচ দূরে।
২০২০ ইউরো চ্যাম্পিয়ন ইতালি নিজেদের ম্যাচেও জয় সুনিশ্চিত করে। ফ্রান্সের বিরুদ্ধে ফেদ্রিকো ডিমার্কো নজরকাড়া পারফর্ম করেছিলেন। এদিন তিনি গোলসূচক পাসটি বাড়ান। ডাবিডে ফ্রাটেসি তাঁর ক্রস বুকে নিয়ন্ত্রণে আনেন। তারপর ইজ়রায়েলের জালে বল জড়িয়ে দেন। তবে ইজ়রায়েলই কিন্তু গোলের প্রথম বড় সুযোগটি পেয়েছিল। মানোর সলেমনের বাঁক খাওয়ানো শট থেকে অল্পের জন্য গোল হয়নি। ইজ়রায়েল প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরুটা বেশ ভালই করে। তবে ফের একবার ইতালি নিজেদের দক্ষতা প্রদর্শন করে। ময়জ়া কিনের শটে ২-০ আজ়ুরিরা এগিয়ে যায়। রাস্পাদোরি ইতালির হয়ে তৃতীয় গোল করার বড় সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। মহম্মদ আবু ফানি গোল করে ইজ়রায়েলের আশা বাড়ান বটে, তবে ম্যাচে সমতায় ফেরা আর হয়নি।
অপরদিকে, স্লোভেনিয়ার নতুন তারকা বেঞ্জামিন সেসকোর হ্যাটট্রিকে জয় পায় তাঁর দল। কেরেম আরতরুগ্লুর হ্যাটট্রিকে জয় পায় তুরস্কও। ম্যাচে রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি আর্দা গুলার বেশ নজর কাড়েন। নরওয়ের হয়ে আরলিং হালান্ড নিজের কেরিয়ারের ৩২তম গোলটি করে ফেলেন। অস্ট্রিয়া পরাজিত করে নরওয়ে। তবে আর্সেনালের জন্য দুঃসংবাদ। এই ম্যাচেই দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর চোট কতটা গুরুতর, তা সময়ই বলবে। মন্টিনেগ্রোকে হারিয়ে জয় পেয়েছে ওয়েলশও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।