লন্ডন: উয়েফা নেশন্স (Uefa Nations League) লিগে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ডস। আয়ারল্যান্ডে বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ইংল্য়ান্ড ফুটবল দল। থ্রি লায়ন্সের হয়ে প্রথমে গোল করেন ডেক্লান রাইস ও জ্যাক গ্রিলিশ। ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন ডেক্লান। ১১ মিনিটের মাথায় তিনি প্রথম গোলটি করেন। ইংল্যান্ডের হয়ে গোল করা দুই ফুটবলারই আসলে আইরিশ। ডেক্লানের জন্ম ইংল্য়ান্ডে। কিন্তু বাবার পূর্বপুরুষেরা আইরিশ। আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ১৭, ১৯, ২১ দলের হয়ে খেলেছেন তিনটি ম্য়াচ। তবে পরবর্তীতে ইংল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। 


অন্য়দিকে ম্য়ান সিটির উইঙ্গার গ্রিলিশের জন্ম বার্মিংহ্যামে। কিন্তু দুই ভাই আইরিশ। গ্রিলিশ নিজে অনূর্ধ্ব-১৭, ১৮ ও ২১ দলের হয়ে খেলেছিলেন। তবে ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের জার্সিতে খেলা শুরু করেন। এদিন ২৬ মিনিটের মাথায় গ্রিলিস দ্বিতীয় গোলটি করেন।


এদিকে নেশন্স লিগে জয় পেল নেদারল্যান্ডস ও জার্মানি। প্রথমে হাঙেরির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল জার্মানরা। ৫- ০ গোলের বড় ব্য়বধানে জয় পেল জার্মানরা। নিকলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় জার্মানি। ম্য়াচে জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেন জামাল মুসিয়ালা। খেলার ৫৭ মিনিটের মাথায় গোল করেন মুসিয়ালা। ৭৭ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল আলেকজান্দার পাভলোভিচের। ৮১ মিনিটে পেনাল্টি থেকে জার্মানির হয়ে পঞ্চম গোল করেন কাই হাভার্টজ়।


নেদারল্যান্ডস বসনিয়াকে ৫-২ ব্যবধানে হারিয়ে দিল। জোসুয়া জ়ির্কজ়ি খেলার ১৩ মিনিটের মাথায় ডাচদের এগিয়ে দেন গোল করে। ২৭ মিনিটে বসনিয়ার হয়ে সমতা ফেরান আর্মেদিন। প্রথমার্ধে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন টিজানি রেন্ডার্স। এরপর বিরতির পর ডাচদের হয়ে কডি গ্যাকপোর, ওউট উইঘোর্স্ট ও জ়াভি সিমোনসে গোল করেন। বসনিয়ার হয়ে ব্য়বধান কমান এডিন জ়েকো।


এদিকে, ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। তবে খেতাব জয় হোক বা না হোক, ভাল ফুটবল খেলতে চান ভারতীয় কোচ। রবিবার তিনি সাংবাদিকদের বলেন, ''দুই দলের কাছেই এটি কঠিন ম্যাচ। যে দল জিতবে, তারাই ট্রফি জিতবে। আমরা ভাল ফুটবল খেলে খেতাব জয়ের আশা রাখি। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, খেতাব জয় নাকি ভাল ফুটবল খেলা, তা হলে আমি দ্বিতীয়টাই বেছে নেব।''