নয়াদিল্লি: আর দিন দু'য়েক পরেই শুরু হয়ে যাবে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA WC 2022)। তার আগে রবিবারই (২০ নভেম্বর) অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ভারতের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে ধনকড়ের কাতারে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিষয়টি জানানো হয়। 


আমিরের নিমন্ত্রণ


কাতারের আমির, শেখ তামিম বিন হামাদ আল থানির নিমন্ত্রণে তিনি রবিবার ও সোমবার, দুই দিনের জন্য কাতার সফরে যাচ্ছেন। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তো অংশগ্রহণ করবেনই, পাশাপাশি সেই দেশের বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলাপচারিতা সারবেন। ভারত ও কাতারের মধ্যেকার সম্পর্ক খুবই ভাল। রক্ষণবিভাগ, ব্যবসা বানিজ্য, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে ভাল বোঝাপড়া রয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, এই সফরে উপরাষ্ট্ররাতি  ভারতের এক বন্ধু রাষ্ট্রে যাচ্ছেন যারা এক বিরাট বড় বিশ্বমানের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চলেছে। এই সফরের মাধ্যমে কাতারে আয়োজিত বিশ্বকাপে ভারতের সমর্থনের ছবিটাও তুলে ধরা হবে। বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী প্রায় আট লক্ষ ৪০ হাজার ভারতীয় কাতারের সঙ্গে বিভিন্ন বন্ধনের মাধ্যমে জড়িত রয়েছেন।


বিশ্বকাপে নেই মানে


আশঙ্কা ছিলই, সেই আশঙ্কাই সত্যি হল। আসন্ন ফুটবল বিশ্বকাপ  থেকে ছিটকে গেলেন আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত হওয়া সাদিও মানে (Sadio Mane)। আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের ফুটবল ফেডারেশনের তরফে মানের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় হাঁটুতে চোট লেগেছিল মানের। সেই চোটের জেরেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল তাঁকে।


এই মাসের শুরুর দিকেই ওয়ের্ডার ব্রেমেনের বিরুদ্ধে বায়ার্নের ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন মানে। বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে সংশয় ছিলই। তবে দলের তারকা ফুটবলার যেন তেন প্রকারে বিশ্বকাপে পেতে মরিয়া ছিল সেনেগাল। প্রথম দুই ম্যাচে তিনি খেলবেন না ধরেই নেওয়া হচ্ছিল। আশা ছিল পরের ম্যাচে হয়তো ফিট হয়ে মাঠে নামবেন এবারের ব্যালন ডি'অরে দ্বিতীয় স্থানে শেষ করা মানে। সেইজন্যেই আশঙ্কা সত্ত্বেও সেনেগালের বিশ্বকাপে স্কোয়াডে তারকা ফরোয়ার্ডকে রাখা হয়েছিল। তবে সে গুড়ে বালি। শেষ পর্যন্ত মানের বিশ্বকাপে অংশগ্রহণ সম্ভব হল না। ডান হাঁটুর ফিবুলার ওপরের দিকে চোট পেয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হল মানের।


আরও পড়ুন: তারুণ্যের উচ্ছ্বাসে জয় পেল স্পেন, রোনাল্ডোর অনুপস্থিতিতে পর্তুগালকে জেতালেন ব্রুনো