দোহা: তিনি গোল করেননি। কিন্তু এরপরও নিজেই গোল করেছেন, এমন একটা ভাবমূর্তি তৈরি করে না কি সেলিব্রেশনে মেতে উঠেছিলেন। উরুগুয়ের বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ জয়, নক আউট পর্বে জায়গা করে নেওয়া, সব কিছুর ঊর্ধ্বে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেলিব্রেশন নিয়ে বিতর্ক। গতকালের ম্যাচে ব্রুনো ফার্নান্ডোজের ফ্লিকে মাথা ছোঁয়ানোর চেষ্টা করেছিলেন রোনাল্ডো। কিন্তু সেই বল তাঁর মাথা না ছুঁয়েই জালে জড়িয়ে যায়। কিন্তু বল জালে জড়ানোর পর সেলিব্রেশনে মেতে ওঠেন সি আর সেভেন। ঠিক যেমন ভাবে গোলের পর সেলিব্রেশন করেন তিনি, তেমনই  ভাবে মেতে ওঠেন। কিন্তু পরে দেখা যায় যে রোনাল্ডোর মাথা না ছুঁইয়েই বল ঢুকে গিয়েছে জালে। অর্থাৎ গোলটি ব্রুনো ফার্নান্ডেজের। কিন্তু রোনাল্ডোর সেলিব্রেশন ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে। আর যার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রােল হতে হল সি আর সেভেনকে। অনেকেই মনে করছেন যে রোনাল্ডো পুরো কৃতিত্ব নিজের দাবি করছেন। আবার অনেকে মনে করেন যে রোনাল্ডোর হেডের জন্য চেষ্টা করাতেই গোলরক্ষককে আরও বিভ্রান্ত করে দিয়েছিল। যার থেকে গোল পেতে সুবিধে হয়েছে। 


 






 






 


 






উরুগুয়ের বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে পর্তুগাল। একইসঙ্গে রাউন্ড অফ সিক্সটিনেও জায়গা করে নিয়েছে ফার্নান্দো স্যান্টোসের দল। কাতার বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিল পর্তুগাল। উরুগুয়ের বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। দলের হয়ে জোড়া গোল করলেন ব্রুনো ফার্নান্ডেজ। প্রথম ম্য়াচে ঘানা ও গতকাল উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে পর্তুগাল। 


উরুগুয়ে তাদের প্রথম ম্যাচে ড্র করেছিল। এই ম্যাচে জিতলেই বিশ্বকাপে নক আউট পর্বের রাস্তাটা সহজ হত তাদের। কিন্তু এবার সেই আশায় জল ঢেলে দিল ফার্নান্দো স্যান্টােসের দল। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন ব্রুনো ফার্নান্ডেজ। প্রথম গোলের ক্ষেত্রে ব্রুনোর শট জালে জড়িয়ে যায়। ডি বক্সে রোনাল্ডো হেড দেওয়ার জন্য লাফ দিলেও তাঁর মাথায় বল না লেগেই বল জালে জড়িয়ে যায়। খেলা শেষের ঠিক কিছুক্ষণ আগে পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল। সেখান থেকেও গোল করতে ভুল করেননি ব্রুনো।