দোহা: দুরন্ত স্পেনকে রুখে দিয়েছে জার্মানি (Spain vs Germany)। সেই সঙ্গে নক আউটে যাওয়ার স্বপ্নও বাঁচিয়ে রেখেছে চারবারের চ্যাম্পিয়নরা। জাপানের কাছে হারের ক্ষত ভুলে শেষ ষোলোয় চলে যেতে পারেন ম্যানুয়েল নয়্যাররা। কিন্তু কীভাবে?


নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বকাপের গ্রুপ ই-র শীর্ষে রয়েছে স্পেন। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। মোরাতাদের শেষ ষোলো কার্যত নিশ্চিত। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩। ২ ম্যাচ খেলে কোস্তা রিকার পয়েন্টও ৩। গোল পার্থক্যে জাপানের চেয়ে পিছিয়ে তারা। গ্রুপের শেষে রয়েছে জার্মানি। ২ ম্যাচে তাদের পয়েন্ট ১। এই গ্রুপের শেষ ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলবে জাপান। অন্য দিকে জার্মানি খেলতে নামবে কোস্তা রিকার বিরুদ্ধে।                                                                                                                             


পরের রাউন্ডে যেতে গেলে নিজেদের ম্যাচ জিততেই হবে জার্মানিকে। তা হলে থোমাস মুলারদের পয়েন্ট হবে ৪। কোস্তা রিকা আটকে যাবে ৩ পয়েন্টে। অন্য ম্যাচে স্পেন যদি জাপানকে হারায়, তা হলে স্পেনের পয়েন্ট হবে ৭। জাপানের পয়েন্ট থাকবে ৩। সে ক্ষেত্রে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোয় যাবে জার্মানি।                                                                                                


আর যদি জাপান অঘটনের বিশ্বকাপে স্পেনকে হারায়? তা হলে জাপানের পয়েন্ট হবে ৬। স্পেনের পয়েন্ট হবে ৪। যদি স্পেন-জাপান ম্যাচ ড্র হয়, তা হলে স্পেনের পয়েন্ট হবে ৫। জাপানের পয়েন্ট হবে ৪। জার্মানি নিজেদের ম্যাচ জিতলে গোল পার্থক্যে দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ থাকবে জার্মানির।


গোল পার্থক্য সব থেকে বেশি স্পেনের। তাদের গোল পার্থক্য ৭। জাপানের গোল পার্থক্য শূন্য। জার্মানির গোল পার্থক্য -১। অর্থাৎ, গোল পার্থক্যে স্পেনকে টপকানো মুশকিল জার্মানির পক্ষে। তবে দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোয় যেতেই পারেন ম্যানুয়েল ন্যয়াররা।


আরও পড়ুন: এক ওভারে ৭ ছক্কা, বিজয় হাজারেতে অনন্য রেকর্ড রুতুরাজের