West Bengal News Live: টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে বেনজির বিশৃঙ্খলা, স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের
Lionel Messi Live: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...
ABP Ananda Last Updated: 13 Dec 2025 07:17 PM
প্রেক্ষাপট
এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর১। ঘিরে মন্ত্রী-VIP-রাই। টিকিট কেটেও মাঠে মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলা। মাঠে ঢুকে ভাঙচুর। মাঠ ছাড়লেন লিও, উড়ে গেলেন কলকাতা থেকে।২। মাঠে উড়ল জলের...More
এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর১। ঘিরে মন্ত্রী-VIP-রাই। টিকিট কেটেও মাঠে মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলা। মাঠে ঢুকে ভাঙচুর। মাঠ ছাড়লেন লিও, উড়ে গেলেন কলকাতা থেকে।২। মাঠে উড়ল জলের বোতল। সামিয়ানা উপড়ে, সোফায় আগুন দর্শকদের। ভাঙচুর অনুষ্ঠান মঞ্চে। কী করছিল পুলিশ-প্রশাসন? উঠছে প্রশ্ন। প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার। ৩। পুলিশের সঙ্গে উত্তপ্ত তর্কাতর্কি দর্শকদের। পরে লাঠিচার্জ। তারকা ফুটবলারের নিরাপত্তা নিয়ে কতটা সজাগ ছিল পুলিশ? উঠছে প্রশ্ন।৪। বিশৃঙ্খলা জেরে মাঠেই আসতে পারলেন না মুখ্যমন্ত্রী। যুবভারতীতে ঢুকলেন না শাহরুখও। মুখ পুড়ল কলকাতার।৫। সল্টলেক স্টেডিয়ামে অব্যবস্থা দেখে মর্মাহত। মেসির কাছে ক্ষমাপ্রার্থী, পোস্ট মুখ্যমন্ত্রীর। প্রাক্তন বিচারপতি, মুখ্যসচিবকে নিয়ে কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। মেসির কাছে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী।৬। ন্যাজাটকাণ্ডে শাহজাহান-যোগ আরও স্পষ্ট। শাহজাহান সঙ্গী উত্তম সর্দার পুলিশের জালে। গ্রেফতার রুহুল কুদ্দুস তরফদার। এখনও খোঁজ মেলেনি অভিযোগপত্রে থাকা ৩ অভিযুক্তর।৭। ঘাতক ট্রাকটিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল না। জানালেন মোটর ভেহিকল ইন্সপেক্টর। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা মূল অভিযুক্ত আলিম মোল্লা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Messi Kolkata Chaos Live: যুবভারতীতে পৌঁছেও ভিতরে ঢুকতে পারলেন না রাজ্যপাল
যুবভারতীতে পৌঁছেও ভিতরে ঢুকতে পারলেন না রাজ্যপাল। যুবভারতীতে পৌঁছেও বাইরে অপেক্ষা সিভি আনন্দ বোসের।