মুম্বই: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ফেভারিট কে? এই প্রশ্নের উত্তরে কেউ বলবেন ব্রাজিল, কেউ বলবেন আর্জেন্তিনা (Argentina)। কেউ হয়ত ইংল্যান্ড বা ফ্রান্সের নাম নেবেন। কিন্তু প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ও ২ বারের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য যুবরাজ সিংহয়ের ডার্কহর্স ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল (Portugal)। তিনি বলেন, ''আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ভক্ত। তাই পর্তুগাল বিশ্বকাপ জিতুক, এটাই চাইব। জীবনে প্রথম ফুটবল বিশ্বকাপ দেখেছিলাম ২০০২ সালে। সেবার ব্রাজিল টুর্নামেন্ট জিতেছিল।''


২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট যুবরাজ সিংহ জানিয়েছেন, ২০০৬ সালে বিশ্বকাপে ফ্রান্স ও ইতালি ম্যাচে মার্কো মাত্তেরাজ্জির সঙ্গে জিনেদিন জিদানের ঝামেলা ও জিদানের সেই কুখ্যাত ঢুঁসোর স্মৃতি তিনি সারাজীবন মনে রাখবেন।


অনুশীলন মিস রোনাল্ডোর


হঠাৎই মিস ট্রেনিং। বাদ পড়লেন নাইজেরিয়া ম্যাচেও (Portugal- Nigeria Friendly Match)। কাতার বিশ্বকাপে নামার আগে শেষ ফ্রেন্ডলি ম্যাচের দলে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জানা যাচ্ছে, আচমকা অসুস্থ হয়ে পড়েছেন সিআরসেভেন। পোর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos) জানিয়েছেন, আচমকা পেটের সমস্যায় কাবু রোনাল্ডো।


তাই বুধবার জাতীয় দলের ট্রেনিং ও ভারতীয় সময় বৃহস্পতিবার রাতের নাইজেরিয়ারর বিরুদ্ধে প্রীতি ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। পোর্তুগালের কোচের কথায়, পেটের সমস্যায় শরীর যেহেতু দুর্বল হয়ে যাওয়া ও শরীর থেকে অনেক লিকুইড বেরিয়ে যায়। তাই বৃহস্পতিবারের ম্যাচের দলে রাখা হয়নি রোনাল্ডোকে।


অজুহাত নয় তো ?


ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পর বর্তমানে তাঁকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে রোনাল্ডো যে খুশি নন, সেটা কিছুদিন আগে এক বিস্ফোরক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন। যার পর থেকে ক্লাব সংক্রান্ত ডামাডোল উঠেছে চরমে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে নিজেরে সরিয়ে রাখতেই শরীর খারাপের অজুহাত নয় তো ? এমন কড়া প্রশ্নই ছুটে গিয়েছিল পোর্তুগালের কোচের দিকে।


যে প্রশ্নের উত্তরে হেসে ফেলে পোর্তুগালের অধিনায়কের পাশে দাঁড়িয়ে ফার্নান্দো স্যান্টোস বলেছেন, 'অন্য ফুটবলার হলে প্রশ্নটাই উঠত না। যাই হোক, ওঁর সত্যিই পেট খারাপ, খেলার মতো জায়গায় আপাতত নেই।' উল্লেখ্য, ঘানার বিরুদ্ধে ২৪ নভেম্বর নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে পর্তুগাল। এই ম্যাচের পরে ২৮ তারিখ উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন রোনাল্ডোরা।