কলকাতা: প্রাক্তন ক্রীড়াবিদকে 'কুপ্রস্তাব'! কোচের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ আনলেন জাতীয় স্তরের প্রাক্তন ক্রীড়াবিদ। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ উক্ত ক্রীড়াবিদের। ফেডারেশনের কাছে নালিশ করায় কোনও সুরাহা তো হয়নিই। বরং সেই ক্রীড়াবিদকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
বেঙ্গল রোলার স্কেটিং ফেডারেশনের কোচের বিরুদ্ধে শ্লীলতাহানির বিস্ফোরক অভিযোগ করেছেন জাতীয় স্তরের প্রাক্তন স্কেটার। জাতীয় স্তরের এই প্রাক্তন স্কেটারের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁকে উত্যক্ত করছেন বেঙ্গল রোলার স্কেটিং ফেডারেশনের কোচ আলিমুদ্দিন আনসারি। ফেডারেশনে অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই তিনি নিউটাউন থানায় কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই একটি এফআইআর দায়ের করা হয়েছে।
অভিযোগকারীর দাবি তিনি ফেডারেশনকে মেল করার পাশাপাশি একাধিক কর্তাদের এই বিষয়ে জানানোর জন্য ওয়াটসঅ্যাপ অবধি করেছিলেন। কিন্তু তাতে কেউই কর্ণপাত করেননি। উল্টে ফেডারেশনকে অভিযোগ জানানোর সপ্তাহখানেক পরেই অভিযুক্ত ব্যক্তি নাকি অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেন। অভিযোগকারীর দাবি অভিযুক্ত ব্যক্তি তাঁকে ভয় দেখিয়ে দাবি করেন যে উচ্চস্তরের একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে, তাই অভিযোগ জানিয়েও কিছু হবে না।
অভিযোগ বহুদিন ধরেই তাঁকে তাঁর কোচ 'কুপ্রস্তাব' দিয়ে আসছেন। আগে মৌখিকভাবে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হলেও, পরবর্তীতে প্রকাশ্যেই তাঁকে বারংবার 'কুপ্রস্তাব' দেওয়া হয়। অভিযোগকারীর দাবি জাতীয় দলের সদস্য থাকাকালীন বিশাখাপত্তনমে যখন দল খেলতে গিয়েছিল, সেই সময়ও তাঁকে নিজের হোটেলের ঘরে ডাকেন কোচ। তিনি প্রস্তাবে রাজি না হওয়ায় সেখানেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আনসারি। অভিযুক্তের পাল্টা দাবি পদ পাইয়ে দিতে বলেছিলেন অভিযোগকারী, তা না করায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আনসারি বলেন, 'অভিযোগটা পুরোটাই মিথ্যে। আমাকে ও পদ পাইয়ে দেওয়ার জন্য যখন বলে, তখন আমি ওকে সরাসরি বলি যে আমার এ বিষয়ে কিছুই করার নেই। নতুন কমিটি গঠন হলে তখন আমরা ফেডারেশনের সঙ্গে এ নিয়ে না হয় আলোচনা করব। এরপরেই জবাবে ও ওকে কোচের পদ পাইয়ে দেওয়ার কথা বল। তেমনটা না করায় আমার বিরুদ্ধে প্রতিশোধ তুলছে ও। স্রেফ প্রতিশোধের ইচ্ছা থেকেই এই ভুয়ো অভিযোগ আনা হয়েছে।' ফেডারেশন এক সূত্র জানান এমন এক অভিযোগ এসেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: গভীর রাতে সমর্থকদের গান, লাল-হলুদ আবির, কলকাতায় পা রেখে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গলের নতুন হেডস্যর