পারথ: আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। পরপর ২ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে টিম রোহিতরা। কাল জিতলেই সেমির টিকিট প্রায় পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া। তবে প্রাক্তন অজি ক্রিকেটার টম মুডি মনে করেন দক্ষিণ আফ্রিকা বেগ দিতে পারে ভারতীয় দলকে। তবে তার জন্য তাঁদের স্ট্র্যাটেজিতে কিছু বদল আনতে হবে।
কী বলছেন টম মুডি?
এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকাও ২ ম্যাচ খেলেছে। তারা একটি ম্যাচ জিতেছে ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এই পরিস্থিতিতে পারথে আগামীকাল শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামবে তেম্বা বাভুমার দল। এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি তারকা টম মুডি বলেন, ''পারথের উইকেট ভীষণ পেস সহায়ক। গতি সম্পন্ন উইকেট। আমার মনে হয় একজন অতিরিক্ত পেসার নিয়ে একাদশ সাজাতে পারে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ভারতের সঙ্গে লড়াই দিতে পারবে তারা। তাবরেজ সামসির জায়গায় এক পেসারকে নিতে পারে দক্ষিণ আফ্রিকা। সামসি দারুণ বোলার। কিন্তু দলের ভারসাম্য বজায় রাখার জন্য এটা দরকার।''
ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম দুই ম্যাচেই দুরন্ত জয় পেয়েছে। তবে টিম ইন্ডিয়ার জয়েও বড় চিন্তার কারণ দলের তারকা ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ফর্ম। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে যথাক্রমে ৪ ও ৯ রান করেন রাহুল। রাহুলের খারাপ ফর্মের ফলে অনেকেই দাবি করছেন তাঁকে দল থেকে বাদ দিয়ে বরং ঋষভ পন্থকে (Rishabh Pant) প্রথম একাদশে সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই তত্ত্ব সরাসরি খারিজ করে দিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)।
রাহুলে আস্থা
কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগেরদিন আজ সাংবাদিক সম্মেলনে বিক্রম বলেন, 'আমরা এই বিষয়ে (রাহুলের পরিবর্তে পন্থকে দিয়ে ওপেন করানো) কিছুই ভাবছি না। আমার মনে হয় না (রাহুলকে বাদ দেওয়ার জন্য) এটুকু যথেষ্ট। ও যথেষ্ট ভাল ব্যাটিং করছে এবং অনুশীলন ম্যাটগুলিতেও রান পেয়েছে। সুতরাং, এখনই আমরা কিছুই বদল করছি না।'
পাওয়ার প্লেতে রাহুলের মন্থর ব্যাটিং নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে রাহুলের মন্থর ব্যাটিং রোহিতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছ। কিন্তু এই বিষয়েও বেশি চিন্তাভাবনা করতে নারাজ রাঠৌর। তাঁর দাবি, 'প্রত্যেক খেলোয়াড়ই ভিন্ন ভিন্ন ভাবে নিজেদের ইনিংস গড়েন এবং প্রত্যেকের খেলার ধরনও ভিন্ন। একটা ভাল পার্টনারশিপে তো দুই ক্রিকেটার একে অপরের পরিপূরক হন। যদি রাহুল ফর্মে ফিরে আসেন, তাহেল ও কিন্তু শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারে।'