বার্বাডোজ: নতুন দায়িত্বে কার্ল হুপার। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রাক্তন অধিনায়ককে এবার দলের সহকারী কোচের (Assistant Coach) ভূমিকায় দেখা যাবে। আইসিসি মেন্স ওয়ান ডে বিশ্বকাপের (ICC Mens ODI World Cup) যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবে ক্যারিবিয়ান শিবির। সেখানেই জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে এই ডানহাতি প্রাক্তন ক্রিকেটারকে। দেশের জার্সিতে ২০০৩ বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন হুপার। ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে মোট ৩২৯টি ম্যাচ খেলেছেন হুপার। মোট ১০, ৫০০ রান ঝুলিতে পুরেছেন তিনি। 


৫৬ বছরের এই প্রাক্তন ক্রিকেটারের কোচিং স্টাফ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকারের সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন হুপার। দায়িত্ব পাওয়ার পর এক সাক্ষাৎকারে হুপার জানিয়েছেন, ''আমি বিশ্বাস করি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমি আশাবাদী নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব। নিজের দক্ষতা সম্পর্কে আমি ওয়াকিবহাল। নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।''


সংযুক্ত আরব আমিরাশাহির বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৪ জুন থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। 


ধোনির অস্ত্রোপচার


জল্পনার অবসান। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাঁটুর সফল অস্ত্রোপচার হল। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ আছেন।


ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্যতম, চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করেছেন। তিনিই ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। আপাতত সেরে ওঠার পথে পন্থ।


বিশ্বনাথন বলেছেন, 'হ্যাঁ, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। সকালেই অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। আমি বিস্তারিত জানি না। কী ধরনের অস্ত্রোপচার হয়েছে বা অন্যান্য বিশদ বিবরণ এখনও পাইনি।'


জানা গিয়েছে, কী হোল সার্জারি (মাইক্রোসার্জারি) করে ধোনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আথ্রোস্কোপিক রিপেয়ারের জন্য অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানা গিয়েছে।


চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত একজন সংবাদসংস্থাকে বলেছেন, 'ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর ধোনি রাঁচিতে ফিরে গিয়েছে। ওর রিহ্যাবিলিটেশন শুরু হওয়ার আগে বাড়িতে কয়েকদিন বিশ্রাম নেবে। পরের আইপিএলের আগে ও সেরে ওঠার যথেষ্ট সময় পাবে।'