লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্য়ান্ডের তারকা পেস বোলার টিম ব্রেসনান। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। কিন্তু কাউন্টি ও ঘরোয়া ক্রিকেট খেলছিলেন। অবশেষে ক্রিকেটকে বিদায় জানালেন ৩৬ বছরের এই পেসার। ওয়ারউইশায়ারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন ব্রেসনান। গত বছর এপ্রিলেই এই ক্লাবে যোগ দেন তিনি। এবার সেখান থেকেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। ক্লাবের তরফে ব্রেসনানের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে এই তারকা পেসার জানিয়েছেন, ''এটা নিঃসন্দেহে আমার কাছে ভীষণ কঠিন একটা সিদ্ধান্ত। কিন্তু এবার শীতে অনুশীলনের সময়ই আমি ভেবে নিয়েছিলাম যে এটাই সেরা সময়। আমি কঠিন পরিশ্রম করছিলাম। কিন্তু তবুও আমার মনে হচ্ছিল যে আমি নিজের একশো শতাংশ দিতে পারছি না। তাই আমি আমার দলের সতীর্থদের জানিয়েওছিলাম আমার সিদ্ধান্তের কথা।''


তিনি আরো বলেন, ''আমি আমার কেরিয়ার নিয়ে ভীষণ গর্বিত। ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে পারা আমার কাছে ভীষণ সৌভাগ্যের বিষয়। দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। ছোটোবেলা থেকে যখন বেড়ে উঠছিলাম আমি একবারো ভাবতে পারিনি যে এই ভাবে খেলার সুযোগ পাব আমি। ক্রিকেটকে যেভাবে আমি ভালবাসি তা কোনোদিনও কমবে না। আমার মাথা ক্রিকেট নিয়েই থাকবে। কিন্তু ২০২২ এ এসে আমার মনে হচ্ছে যে আমার শরীর আর সায় দিচ্ছে না ক্রিকেটের জন্য।''


প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে ৭,১৩৮ রান করেছেন ব্রেসনান। এমনকী বল হাতে তুলে নিয়েছেন ৫৭৫ উইকেট। তার মধ্যে রয়েছে ব্যাট হাতে ৭টি সেঞ্চুরি ও বল হাতে ৯ বার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও। 


আন্তর্জাতিক ক্রিকেটে ১৪২ ম্যাচে দেশের হয়ে খেলেছেন ব্রেসনান। তার মধ্যে ২৩ টি টেস্ট রয়েছে। ২০১০-১১ মরসুমে অ্যাশেজে ইংল্যান্ডের জয়ের পেছনে বড় ভূমিকা ছিল এই ক্রিকেটারের। ২০১১ মরসুমে টেস্টে শীর্ষে চলে গিয়েছিল ইংল্যান্ড।