মুম্বই: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন জেনারেল ম্যানেজার হলেন আবে কুরুভিল্লা (abey kuruvilla)। প্রাক্তন এই ভারতীয় পেসারকে নিযুক্ত করেছে বিসিসিআই (bcci)। বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এমনই জানানে হয়েছে। চলতি বছরের শুরুতেই সিনিয়র নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছিলেন কুরুভিল্লা। ধীরজ মালহোত্রা পদত্যাগ করার পর বোর্ডের জেনারেল ম্যানেজারের পদ এতদিন ফাঁকাই ছিল। এবার সেখানে স্থলাভিষিক্ত হলেন আবে কুরুভিল্লা।
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মুম্বই ও ইংরেজ ক্রিকেটে চেশায়ার দলের প্রতিনিধিত্ব করেন। মূলত ডানহাতি ফাস্ট মিডিয়াম পেসার ছিলেন তিনি। এছাড়াও লোয়ার অর্ডারে ব্যাটিং করেছেন তিনি। দেশের হয়ে ১০টি টেস্ট খেলেছেন এই ক্রিকেটার।
এদিকে, ২ দিন আগেই নতুন গ্রেডেশনে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সম্প্রতি টেস্ট দল থেকে বাদ পড়ে বিতর্কে জড়ান বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। এবার তিনি বিসিসিআই-এর (BCCI) চুক্তিতে গ্রেড বি থেকে গ্রেড সি-তে নেমে গেলেন। তিনি এখন বছরে এক কোটি টাকা পাবেন।
ঋদ্ধিমানের মতোই গ্রেড সি-তে নেমে গিয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তিনি এর আগের চুক্তি অনুযায়ী গ্রেড এ-তে ছিলেন। সেখান থেকে তিনি একধাপে নেমে গেলেন গ্রেড সি-তে।
গ্রেড এ থেকে গ্রেড বি-তে নেমে গিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে (Akinkya Rahane) ও চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। গ্রেড সি-তে নেমে গিয়েছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ও শিখর ধবন (Shikhar Dhawan)। প্রথমবার বিসিসিআই-এর চুক্তিতে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব। তিনি আছেন গ্রেড সি-তে। কুলদীপ যাদব, বেঙ্কটেশ আইয়ার, হর্ষল পটেল ও ঈশান কিষানের সঙ্গে চুক্তি করেনি বিসিসিআই।
নতুন চুক্তি অনুযায়ী, এ প্লাস গ্রেডে আছেন তিনজন ক্রিকেটার। তাঁরা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ। এই তিনজন ক্রিকেটার বছরে ৭ কোটি টাকা করে পাবেন। গ্রেড এ-তে আছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল, মহম্মদ শামি ও ঋষভ পন্থ। গ্রেড এ-তে থাকা ক্রিকেটাররা বছরে ৫ কোটি টাকা করে পাবেন।