কলকাতা: মিতালি রাজের পর এবার রুমেলি ধর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আরও এক মহিলা ভারতীয় ক্রিকেটার। বাংলার টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। উল্লেখ্য, একসময় জাতীয় দলের অধিনায়ক থাকা রুমেলি দীর্ঘদিন ধরেই জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না।
ইনস্টাগ্রামে অবসরের কথা জানিয়েছেন রুমেলি
নিজের ইনস্টাগ্রামে অবসরের সিদ্ধান্ত নিয়ে রুমেলি লেখেন, ''শ্যামনগর থেকে আমার ২৩ বছরের ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল। সেখান থেকে উঠে এসে ভারতের হয়ে খেলেছি। এ বার ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পালা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গোটা যাত্রায় অনেক ওঠানামা ছিল। ভারতীয় মহিলা দলের হয়ে খেলা, ২০০৫ সালে বিশ্বকাপের ফাইনাল খেলা, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো উত্থান যেমন ছিল, তেমনই একের পর এক চোট আমার কেরিয়ারকে বাধা দিয়েছে। আমার পরিবার, বিসিসিআই, বন্ধু, যে যে রাজ্য সংস্থার হয়ে ক্রিকেট খেলেছি, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। যে ক’টি ম্যাচ খেলেছি, সেগুলো থেকে শিখেছি। আমার ক্রিকেট কেরিয়ার শেষ, খেলার সঙ্গে যুক্ত থাকব। তরুণ ক্রিকেটারদের তুলে আনার চেষ্টা করব। ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়াই আমার লক্ষ্য।''
দেশের জার্সিতে রুমেলির অভিষেক হয় ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০১৮ সালে শেষবার জাতীয় দলে টি-টোয়েন্টিতে কামব্যাক করেছিলেন চোট পাওয়া ঝুলন গোস্বামীর পরিবর্ত হিসেবে। ৩৮ বছরের রুমেলি দেশের জার্সিতে ৪টি টেস্ট, ৭৮টি ওয়ান ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৫ সালে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনে অনেক বড় অবদান ছিল রুমেলির। ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১৩২৮ রান এবং ৮৪টি উইকেট ঝুলিতে পুরেছেন রুমেলি।