নয়াদিল্লি: বয়স মাত্র ২৮। আর এই বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন উন্মুক্ত চাঁদ। শুক্রবারই ভারতের ক্রিকেটার হিসেবে প্রাক্তন হয়ে গেলেন এই তরুণ ব্যাটসম্যান। ২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। নিজের ট্যুইটারে ২২ গজ থেকে অবসরের সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন উন্মুক্ত। 



যুব বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারতীয় দল জয় পেয়েছিল। কিন্তু নিজে ভারতীয় ক্রিকেটে কোনওদিনই সেভাবে জায়গা করে উঠতে পারেননি উন্মুক্ত। ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল যুব বিশ্বকাপে জয় পেয়েছিল। এর চার বছর পর উন্মুক্তের নেতৃত্বে ভারত আবার যুব বিশ্বকাপ জেতে। সেই সময়ই ক্রিকেট বিশেষজ্ঞরা বলছিলেন যে ভবিষ্যতের বড় তারকা হতে চলেছেন উন্মুক্ত। কিন্তু নিজের প্রতিভার সুবিচার করতে পারেননি তিনি। ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৩,৩৭৯ রান করেছেন। গড় ৩১.৫৭। ২০১২ যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানও হাঁকিয়েছিলেন। 


নিজের বিবৃতিতে বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে উন্মুক্ত বলেন, 'বিসিসিআইকে আন্তরিক ধন্যবাদ আমার মত ক্রিকেটারকে এত সুযোগ করে দেওয়ার জন্য। প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আইপিএল, সব মঞ্চেই খেলার সুযোগ পেয়েছি। কেরিয়ারে বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত রয়েছে আমার। তার মধ্যে অন্যতম হল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় ভারতের জন্য। ভারতীয় এ দলের অধিনায়ক হিসেবেও খেলেছি।' উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ভারতীয় এ দলের প্রতিনিধিত্ব করেছেন উন্মুক্ত। কিন্তু পারফরম্যান্স করতে না পারায় দলে নিজের জায়গা হারাতে হয় তাঁকে। আইপিএলেও দিল্লি ডেয়ারডেভিলস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।


নিজের ট্যুইটারের মাধ্যমে আরও একটি যে ইঙ্গিত দিয়েছেন উন্মুক্ত। তাতে তিনি বলেছেন যে, যুক্তরাষ্ট্রে ও বিদেশের অন্যান্য লিগে হয়তো এবার খেলতে দেখা যাবে উন্মুক্তকে।