মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হচ্ছে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর। মেয়াদ শেষ হচ্ছে বাদবাকি কোচিং স্টাফদেরও। এরমধ্যেই বিসিসিআইয়ের তরফে নতুন কোচ ও কোচিং স্টাফ নিয়োগে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার ভারতীয় দলের ফিল্ডিং কােচের জন্য আবেদন জানালেন অজয় রাত্রা ও অভয় শর্মা। এই পদে আবেদন জানানোর শেষ তারিখ ৪ নভেম্বর।


প্রাক্তন উইকেট কিপার ব্য়াটার অজয় রাত্রা ভারতীয় দলের হয়ে ৬টি টেস্ট ও ১২টি ওয়ান ডে খেলেছেন। এই মুহূর্তে অসমের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। অন্যদিকে অভয় শর্মা ভারতের বয়সভিত্তিক দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। এরমধ্যেই এনসিএতে রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতে ব্যাটিং কোচের আবেদনকারীদের সাক্ষাৎকার নিয়েছেন। 


কিছুদিন আগেই বিসিসিআইয়ের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে জানানো হয়েছিল যে সিনিয়র জাতীয় দলের জন্য ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ পদের জন্য আগ্রহী প্রার্থীরা আবাদন করতে পারবেন। হেড কোচের পদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর বিকেল ৫ টার মধ্যে জমা দিতে হবে। এছাড়া সিনিয়র দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচের জন্য আবেদন করার সময়সীমা রাখা হয়েহে ৩ নভেম্বর বিকেল ৫ টার মধ্যে। 


এদিকে ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। ২০২৩ পর্যন্ত রাহুলকে কোচ হিসেবে রাখতে হচ্ছে চুক্তি, এমনটাই খবর সূত্রের। শুক্রবার রাতে রাহুলের সঙ্গে বৈঠক হয় সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের।সূত্রের দাবি, বোর্ডের প্রস্তাবে রাজি হয়েছেন রাহুল দ্রাবিড়। জানা গিয়েছে, আইপিএল ফাইনালের পর চলা বৈঠকে সব কিছু হয় চূড়ান্ত। দ্রাবিড়ের পাশাপাশি, ভারতীয় দলের বোলিং কোচ হচ্ছেন পারশ মামব্রে।