কলকাতা: ভারতীয় ফুটবল অনুরাগীদের জন্য সুখবর। ভারতে তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতে ও দেশে ফুটবলের পরিকাঠামোকে উন্নত করার লক্ষ্যে এবার যুক্ত করা হল বিশ্বখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ এডুকেটর পল নিয়ারিকে (Paul Neary)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পাশাপাশি ইংল্যান্ডের ফুটবল সংস্থার কোচ এডুকেটর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পলের। বিভিন্ন দেশেও তিনি তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এবার ভারতের বিভিন্ন পর্যায়ের কোচেরাও পলের অভিজ্ঞতার কথা জেনে ও তাঁর পরামর্শে সমৃদ্ধ হতে পারবেন। 


ভারতে তৃণমূল স্তর থেকে ফুটবলের উন্নয়নে তুলে আনার ক্ষেত্রে বিরাট এক পদক্ষেপ করল প্রো ইন্ডিয়া চ্যাম্পিয়ন ডেসডে কাসা এফসি। গত বছর সাতেক ধরে এই প্রকল্পের কাজ চললেও এবার তা গতি পেতে চলেছে বলেই খবর। সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)-র ম্যাচ কমিশনার তথা চ্যাম্পিয়ন ডেসডে কাসার ডিরেক্টর অপরূপ চক্রবর্তী বলেছেন, 'শুধু স্কাউট করে লাভ হয় না। এমন পরিকাঠামো থাকা উচিত যেখান থেকে প্রতিশ্রুতিমান ফুটবলাররা উপযুক্ত প্রশিক্ষণ পেয়ে ধাপে ধাপে বড় পর্যায়ে পৌঁছতে পারে। ফুটবল প্রতিভা অন্বেষণ চিহ্নিতকরণ থেকে শুরু করে কোচেদের গাইড করার কাজে যুক্ত করা হবে পলকে।'


অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুটবলের রণকৌশল থেকে শুরু করে ফুটবলারদের দক্ষতার উন্নয়নে অ্যানালিটিক্স - সবরকম পরিকাঠামোই ব্যবহৃত হবে এই প্রকল্পে। আধুনিক ফুটবলে বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে ফুটবলারদের মানোন্নয়ন ঘটানো যায়। ফুটবল অ্যানালিটিক্সের ব্যবহার বিভিন্ন বয়সভিত্তিক ফুটবলেও কাজে লাগবে বলে মনে করছেন অপরূপ। যে কারণে পলকে ভারতের তৃণমূলস্তরের ফুটবলের পরিকাঠামো উন্নয়নের কাজে যুক্ত করার পাশাপাশি বেঙ্গালুরুর একটি অ্যানালিটিক্স সংস্থাকেও যুক্ত করল প্রো ইন্ডিয়া চ্যাম্পিয়ন ডেসডে কাসা এফসি। একইসঙ্গে তৃণমূলস্তর থেকে ফুটবল ম্যাচ যাতে সরাসরি সম্প্রচারিত হয় তার জন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গেও চুক্তি করা হয়েছে। খেলা সম্প্রচারের মাধ্যমে বাংলা-সহ দেশের নানা প্রান্ত থেকে ফুটবল প্রতিভা অন্বেষণের কাজটিও এক নয়া মাত্রা পাবে বলে বিশ্বাস অপরূপের।                                       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?