নয়াদিল্লি: আপাতত প্রেক্ষাগৃহে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য ভ্যাকসিন ওয়ার' (The Vaccine War) ছবিটি চলছে। সেই সঙ্গে ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan) ছবিও চলছে রমরমিয়ে। এবার সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন অ্যাটলির ছবি তাঁর কেমন লেগেছে। শাহরুখ অভিনীত ব্লকবাস্টার ছবি দেখে বিবেকের 'খুব কৃত্রিম' ('very superficial') মনে হয়েছে। 


'জওয়ান' দেখে কী প্রতিক্রিয়া বিবেক অগ্নিহোত্রীর?


সম্প্রতি এক সাক্ষাৎকারে 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী শাহরুখ খান অভিনীত 'জওয়ান' সম্পর্কে মুখ খুলেছেন। কী বললেন তিনি?


বিবেক অগ্নিহোত্রী এই বছরে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ও 'পাঠান' সম্পর্কে নাম না করে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, 'আমি মনে করি ওঁর সাম্প্রতিক ছবিগুলি অত্যন্ত মেকি। উনি এর থেকে অনেক ভাল করতে পারেন। হ্যাঁ যে যে ছবি ওঁর মুক্তি পেয়েছে, আমি সেগুলো দেখেছি। আমার খুবই কৃত্রিম মনে হয়েছে। সেগুলি অ্যাকশন ফিল্ম হিসেবে ঠিক আছে কিন্তু এটাই শো ব্যবসার শেষ এবং ফিল্মমেকিংয়ের মাপকাঠি, আমি তা মনে করি না। আমি মনে করি তা চাটুকারিতা। আমার সমস্যা আছে এই কথায়।' এরই সঙ্গে তিনি উল্লেখ করেন যে শাহরুখ খানের অনুরাগীরা তাঁকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন। 


৭ সেপ্টেম্বর শাহরুখ খানের 'জওয়ান' মুক্তি পায়। আপাতত বক্স অফিস কাঁপাচ্ছে সেই ছবি, ব্লকবাস্টার হিট নিঃসন্দেহে। তৃতীয় সপ্তাহে এসেও নতুন মুক্তি প্রাপ্ত ছবিগুলিকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। তার মধ্যে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য ভ্যাকসিন ওয়ার'ও আছে। দেশের বক্স অফিসে এই ছবি এখনও পর্যন্ত মাত্র ৩ কোটি টাকা আয় করেছে। ২৮ সেপ্টেম্বর, হিন্দির সঙ্গে তেলুগু ও তামিল ভাষাতেও মুক্তি পায় ছবিটি। 


আরও পড়ুন: Amitabh on Roktobeej: শিবপ্রসাদ-নন্দিতার 'রক্তবীজ'-কে শুভেচ্ছা অমিতাভের, আপ্লুত পরিচালকদ্বয়


প্রসঙ্গত, এর আগে, ট্যুইটারে এক প্রশ্নোত্তর পর্বে 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী 'জওয়ান' ছবির প্রশংসাই করেছিলেন। তাঁকে জিজ্ঞেস করা হয় যে 'শাহরুখ খানের ছবির সঙ্গে ক্ল্যাশ করার ক্ষমতা' থাকতে হয়, সেই কথার উত্তরে তিনি বলেন, 'আমরা বলিউডের প্রতিযোগিতায় নেই, 'ক্ল্যাশ'-এর মতো শব্দবন্ধ তারকা ও মিডিয়ার জন্য। আমি নিশ্চিত, শাহরুখ খানের 'জওয়ান' সর্বকালের ব্লকবাস্টার হতে চলেছে। কিন্তু সেটা দেখার পর দয়া করে আমাদের ছোট ছবিটিও দেখবেন যা ভারতের সেরা যুদ্ধ জয়ের গল্প নিয়ে তৈরি যার সম্পর্কে আপনারা কিছুই জানেন না। 'দ্য ভ্যাকসিন ওয়ার'।' 'জওয়ান' ট্রেলার বের হওয়ার পরও বিবেক অগ্নিহোত্রী তা প্রশংসায় ভরিয়েছিলেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial