কলকাতা: প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র৷ ফুসফুসে সংক্রমণ হওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার রাত ৩.১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন৷ তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর৷

দীর্ঘ ২৩ বছর ধরে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ ১৯৯৫ সালে মোহনবাগান ক্লাবের প্রশাসনে আসেন। অর্থ সচিব হিসেবে তাঁর ফুটবল প্রশাকের কেরিয়ার শুরু৷ এরপর ২০১৮ সালে সচিব পদ থেকেই মোহনবাগান ক্লাবের প্রশাসক হিসেবে বিদায় নেন তিনি। ক্লাবের উন্নয়ন, আধুনিকীকরণের কাজে অঞ্জন মিত্রর ভূমিকা ছিল উল্লেখযোগ্য৷



আজ, শুক্রবার সকালে অঞ্জন মিত্রের দেহ নিয়ে যাওয়া হচ্ছে ট্যাংরায় তাঁর বাসভবনে। সেখানে সকাল ১১টা পর্যন্ত থাকবে মরদেহ। এরপর নিয়ে যাওয়া হবে মোহনবাগান ক্লাব তাঁবুতে। বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত সেখানে শায়িত থাকবে প্রাক্তন সচিবের মরদেহ। এরপর কেওড়াতলা শ্মশানে হবে শেষকৃত্য।

ফুটবল অন্ত প্রাণ অঞ্জন মিত্র ক্লাব প্রশাসনে থাকাকালীন একাধিকবার আই লিগ সহ দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট জেতে মোহনবাগান ক্লাব। প্রায় তিন দশকের কাছাকাছি জড়িত ছিলেন মোহনবাগানের ক্লাবের সঙ্গে। ২৩ বছর ধরে ছিলেন সচিব পদে। তাঁর আমলেই মোহনবাগানে বিদেশি ফুটবলারদের খেলা শুরু। বহুজাতিক সংস্থাকে ক্লাবের স্পনসর হিসেবে আনার ক্ষেত্রেও অঞ্জন মিত্রর অবদান যথেষ্ট। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া।