নয়াদিল্লি : ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের সাম্প্রতিক একটি বইয়ের নির্যাস সামনে আসার পর এবার তা হাতিয়ার করে ভারতীয় দলের গায়ে কালি ছেটাতে ঝাঁপিয়ে পড়লেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রজ্জাক। তাঁর দাবি, গত বছর বিশ্বকাপে ভারত যে ইংল্যান্ডের কাছে ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছিল এতে কোনও সন্দেহ নেই।
বেন স্টোকসের বই ‘অন ফায়ার’ –এর নির্যাস গত সপ্তাহেই সামনে এসেছে। যা একদিনের বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের ম্যাচ নিয়ে আলোচনা নতুন করে উস্কে দিয়েছে। স্টোকস তাঁর বইয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচগুলির বিশ্লেষণ করেছেন। ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রসঙ্গে অলরাউন্ডার লিখেছেন, ওই ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির জয়ের লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও ‘ইচ্ছেই ছিল না’। তিনি রোহিত শর্মা ও বিরাট কোহলির পার্টনারশিপকে ‘রহস্যময়’ বলেও মন্তব্য করেছেন।
আর এরপরই পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার সিকান্দার বখ্ত ট্যুইটারে দাবি করেন যে, বেন স্টোকস তাঁর বইয়ে লিখেছেন যে, বিশ্বকাপ থেকে পাকিস্তানকে ছিটকে দিতে ভারত ইচ্ছাকৃতভাবে ইংল্যান্ডের কাছে হেরেছিল।
এ ধরনের অভিযোগ অবশ্য স্টোকস উড়িয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় স্টোকস জানিয়েছেন, বইতে এমন কথা তিনি লেখেননি যাতে মনে হতে পারে ভারত ইচ্ছে করে ম্যাচ হেরেছিল। তিনি এ ধরনের দাবিকে ‘কথার বিকৃতি’ বলেও খারিজ করে দিয়েছিলেন।
কিন্তু তারপরও রজ্জাকের দাবি, ভারত ওই ম্যাচে তাদের ক্ষমতা অনুযায়ী পারফর্ম করেনি।

একটি পাক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রজ্জাক বলেছেন, আমরা যারা ম্যাচটা দেখেছিলাম, তাদের একই কথা মনে হয়েছিল। আমি এটাও মনে করি, আইসিসি-র বিষয়টি দেখা উচিত। একটা টিমকে ছিটকে দিতে অন্য কোনও টিম যদি ইচ্ছাকৃতভাবে কোনও ম্যাচ হারে, তাহলে সেই দলের জরিমানা করা দরকার। যদি কোনও ভালো বোলার প্রত্যাশা অনুযায়ী বোলিং না করে, সঠিক লেংথ ও লাইনে বল না করে, রান দেয়, তাহলে তা নজরে আসা উচিত।
পাকিস্তান যাতে টুর্নামেন্টে আর এগোতে না পারে, সেজন্য ভারত এই ম্যাচ ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছিল কিনা, এই প্রশ্নের জবাবে হ্যাঁ বলেন রজ্জাক।
বিশ্বাকাপের ওই ম্যাচ ইংল্যান্ড ভারতের সামনে ৩৩৮ রানের লক্ষ্য রেখেছিল। রোহিত শর্মার সেঞ্চুরি সত্ত্বেও ভারত নির্ধারিত ৫০ ওভারে ৩০৬ রান করে।
প্রাক্তন পাক স্পিনার মুস্তাক আহমেদের দাবি, ওই ম্যাচ দেখার পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তাঁকে বলেছিলেন যে, পাকিস্তান যাতে নকআউটে পৌঁছতে না পারে সেজন্য ভারত হেরে গিয়েছে।
তিনি বলেছেন, আমি গত বছরের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের সঙ্গে কাজ করছিলাম। ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর জেসন হোল্ডার, ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলরা আমাকে বলেন যে, মুশি, পাকিস্তানকে সেমিফাইনালে যেতে দেখতে চায় না ভারত।