ইসলামাবাদ: তিনি সদ্য চাকরি হারিয়েছেন। ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে ব্য়াপক রদবদল হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে বোর্ড প্রধান রামিজ রাজাকে।


সেই রামিজ এবার বোমা ফাটালেন। কটাক্ষ করলেন ভারতীয় দলের পারফরম্যান্সকে। রামিজ বলছেন, 'সাদা বলের ক্রিকেটে আমরা অসাধারণ পারফর্ম করেছি। আমরা এশিয়া কাপের ফাইনাল খেলেছি। ভারত সেটা পারেনি। ভারত কোটি কোটি টাকা নিয়েও পিছিয়ে পড়েছিল। ওদের দেশে ভাঙচুর হয়েছে। নির্বাচক কমিটি ছাঁটাি করা হয়েছে। অধিনায়ক বদলে দেওয়া হয়েছে। কারণ পাকিস্তান ওদের চেয়ে এগিয়ে যাচ্ছিল।'


রামিজের আমলে এশিয়া কাপের ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার কাছে পরাস্ত হয়েছিল পাকিস্তান। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল পাকিস্তান। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠে হারতে হয়েছে ইংল্যান্ডের কাছে। কোনও বড় ট্রফি না আসায় রামিজকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও রামিজ দাবি করেছেন, তাঁর আমলে পাকিস্তান দল ধারাবাহিকভাবে ক্রিকেট খেলেছে।



সদ্যই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজাকে (Ramiz Raja) অপসারিত করা হয়েছে। অপসারিত হয়ে প্রথম কয়েকদিন চুপই ছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক। তবে অবশেষে তিনি মুখ খুললেন। মূলত নতুন পিসিবি প্রধান নাজম শেটির (Najam Sethi) বিরুদ্ধে একাধিক অভিযোগ আর এক একরাশ ক্ষোভ উগড়ে দিলেন রামিজ রাজা।


রামিজের অভিযোগ


নিজের ইউটিউব চ্যানেলে সোমবার রামিজ বলেন, 'একজনের জায়গা করতে, আরও ভাল করে বলতে গেলে শেটির জায়গা করে দিতে ওরা গোটা (পাকিস্তান বোর্ডের) সংবিধানটাই বদলে ফেলল। আমি বিশ্বের অন্য কোনও দেশে এমনটা দেখিনি। আর গোটা বিষয়টা মরসুমের মাঝে করা হয়েছে যখন একাধিক দল পাকিস্তান সফরে আসছে। ওরা টেস্ট ক্রিকেট খেলা একজনকে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দিয়েছে। রাত ২টোর সময় ও ট্যুইট করছে যে রামিজ রাজা অপসারিত হয়েছে। এমনভাবে সরে যেতে বাধ্য হওয়াটা খুবই কষ্টের।'


রামিজের আরও দাবি, শেটি কেবল প্রচারের আলোয় আসতে চান। তাঁর দাবি সাকলিন মুস্তাককে কোচের পদ থেকে সরিয়ে পিসিবির নতুন বোর্ড প্রাক্তন কোচ মিকি আর্থারকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনতে আগ্রহী। 'এমনভাবে গোটা বিষয়টাকে দেখানো হচ্ছে যেন এক ঈশ্বরের পাঠানো দূত (শেটি) দায়িত্ব নিয়েছেন এবং তিনি একা হাতেই পাকিস্তান ক্রিকেটকে শিখরে পৌঁছে দেবেন। ও কেবল প্রচারের আলোয় আসতে চায়। ক্রিকেটের সঙ্গে ওর কোনওরকম যোগাযোগই নেই। কোনওদিন ব্যাটও ধরেছে কি না সন্দেহ। আমায় হঠাৎ করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। মরসুমের মাঝপথে ওরা মিকি আর্থারকে ফিরিয়ে আনছে। সাকলিন মুস্তাকের চুক্তি যদিও জানুয়ারিতে শেষ হয়ে যাবে। সাকলিন ৫০-এর অধিক (আসলে ৪৯) টেস্ট খেলেছেন এবং ও একজন কিংবদন্তি। কোনও ক্রিকেটারই এমন ব্যবহার আশা করে না,' বলেন রামিজ।


আরও পড়ুন: বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন