ময়না: মাতৃহারা হলেন অশোক দিন্দা। বিধানসভার বিধায়ক, তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদক এদিন তাঁর মাকে হারালেন। অশোক দিন্দার মায়ের নাম সন্ধ্যা রানী দিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে নিজের বাড়ি তমলুক ব্লকের নৈছনপুর গ্রামে পরলোকগমন করেন দিন্দার মা। 


মায়ের প্রয়ানের ব্যাপারে অশোক জানিয়েছেন, ''দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মা। ২৬ দিনের মতো ইনস্টিটিউড অফ নিউরোসায়েন্সে ভর্তি ছিলেন তিনি। তবে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। আজ সকালে যদিও আচমকাই মৃত্যু হয় মায়ের।''


করোনা আক্রান্ত হয়েছিলেন দিন্দা


সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে করোনা পরীক্ষা করিয়েছিলেন। এরপর অশোক দিন্দার (Ashok Dinda) করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল কিছুদিন আগে। এবিপি লাইভকে বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপির বিধায়ক জানিয়েছিলেন, তিনি বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন।


দিন্দা বলেছিলেন, 'উদ্বেগের কিছু নেই। কন্যাসন্তানের জন্যই বেশি করে সতর্ক থাকছি। কঠিন সময় যাচ্ছে সকলেরই। সকলে মিলে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ইতিবাচক থাকুন সকলে।'


কিছুদিন আগেই বিজেপি বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন ময়নার বিধায়ক অশোক দিন্দা (Ashoke Dinda) । এ প্রসঙ্গে ময়নার বিজেপি বিধায়ক জানান, তিনি হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন, তা ঠিক। তবে কেন ছেড়েছেন, তা তিনি জানাতে রাজি নন। অশোক দিন্দা জানান, বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার পর তাঁর সঙ্গে দলের নেতারা যোগাযোগ করেছিলেন। আলোচনাও হয়েছে। তবে কী নিয়ে কথা হয়েছে, তাও তিনি জানাতে রাজি নন।   


 হিরণ চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর থেকে শুরু করে একাধিক নেতা–নেত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। এবার সেই দলে নাম এন অশোক দিন্দাও। তবে কি তিনি কোনও অসন্তাষ থেকে গ্রুপ ছাড়লেন ? এখনই এই বিষয়ে মুখ খুললেন না তিনি। শুধু বললেন ঠিক সময়ে জানাবেন। তাঁর সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যেই যোগাযোগ করেছে।