অ্যান্টিগা: দেশের জার্সিতে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে এবার ৬ বছরের জন্য ক্রিকেটের সবরকমের ফর্ম্যাট থেকে নির্বাসিত হলেন মার্লন স্য়ামুয়েলস (Marlon Samuels)। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে। চলতি বছর আগস্টে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। দুর্নীতিবিরোধী চার ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে স্যামুয়েলসের বিরুদ্ধে। যার ফলে ৬ বছর নির্বাসিত করা হল ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে। চলতি বছরের ১১ নভেম্বর থেকে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। জুয়াড়িদের থেকে অর্থ এবং উপহার নেওয়ার অভিযোগ উঠেছে স্যামুয়েলসের বিরুদ্ধে। সেটা আইসিসি দুর্নীতিবিরোধী শাখার থেকে লুকিয়েছেন। এর পাশাপাশি ৭৫০ ডলারের বেশি আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে ২ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে।


২০১৮ সালে শেষ বার তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নভেম্বরের ২০২০ সালেই অবসর গ্রহণ করেন ক্যারিবিয়ান তারকা। ট্রাইবুনালের সদস্যদের অধিকাংশের সিদ্ধান্তে ২.৪.২ ধারা ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান তারকাকে।


টি-টোয়েন্টি সিরিজের আগে বার্তা সূর্যকুমারের


আজ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামছে ভারত। সেই সিরিজে সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদব বলেন, 'আমি ওদের (সতীর্থ) সঙ্গে দেখা করে ওদের মাঠে নিঃস্বার্থভাবে খেলার জন্য বলেছি। আমি নিজে কখনও ব্যক্তিগত মাইলস্টোনের দিকে নজর রাখিনা। সবসময় দলের স্বার্থটাই সামনে রাখি। সেইমতোই আমি ওদের সবার প্রথমে দলের স্বার্থ রাখতে বলেছি। তারপর ব্যক্তিগত প্রাপ্তির কোনও জায়গা থাকলে, সেটা না হয় ভেবে দেখা যাবে। আমি ওদের সঙ্গে এর আগে আইপিএলে বহুবার তো খেলেইছি। ভারতীয় দলের হয়েও খেলেছি। তাই ওদের খুঁটিনাটি না না বিষয়ে আমি অবগত। তাই ওদেরকে গোটা বিষয়টা বোঝাতে একটুও সমস্যা হয়নি। সিরিজ় খেলতে মাঠে নামার জন্য আমরা মুখিয়ে রয়েছি।'


মাত্র দিন তিনেক বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হওয়া ভারতীয় দলের অঙ্গ ছিলেন সূর্যকুমার যাদব। গোটা টুর্নামেন্ট দুরন্ত খেলার পরেও হৃদয়ভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। হাতছাড়া হয় খেতাব। সেই ব্যথা এত দ্রুত ভুলে যাওয়া সম্ভব হবে না বলে কিন্তু মেনে নিচ্ছেন ভারতীয় দলের তারকা। 'শেষটা হতাশাজনক হলেও, গোটা সফরটা কিন্তু বেশ উপভোগ্য ছিল। শুধু খেলোয়াড়রা নন, গোটা সাপোর্ট স্টাফ এবং আমাদের পরিবাররাও আমরা যেভাবে খেলেছি, তাতে গর্বিত। আমরা গোটা টুর্নামেন্ট জুড়ে যে খেলাটা খেলেছি, তাতে খুবই গর্ব হওয়া উচিত' বলেন সূর্য।