নয়াদিল্লি: রাজকোটে প্রথম টেস্টে ভারতীয় ক্রিকেটদল ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭২ রানে বিধ্বস্ত করে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটে ভারতের এটি অন্যতম বড় ব্যবধানে জয়। ওই ম্যাচে দুই ইনিংসেই ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে উইকেটে টিকে থাকতেই পারেননি।বোলাররাও একেবারেই দাগ কাটতে পারেননি। রাজকোটে ভারতের কাছে পর্যূদস্ত হওয়ার পর ভারতীয় স্পিনার হরভজন সিংহ ওয়েস্ট ইন্ডিজকে কটাক্ষ করেন। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের এই দল রঞ্জি ট্রফির এলিট গ্রুপে খেলারও যোগ্য নয়।
ভাজ্জি তাঁর ট্যুইটে লেখেন, আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে পূর্ণ সম্মান দিয়ে একটা প্রশ্ন করতে চাই, ওয়েস্ট ইন্ডিজেক এই দল কি টিম প্লেট গ্রুর থেকে রঞ্জি কোয়ার্টারে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে? এলিট গ্রুপ থেকে তো হবেই না।



এবার ভাজ্জির ওই ট্যুইটের  জবাব এসেছে প্রাক্তন ক্যারিবিয়ান ফাস্ট বোলার টিনো বেস্টের কাছ থেকে। হরভজনের ধাঁচেই এর জবাবে তিনি বলেছেন, যখন ভারতীয় দল ইংল্যান্ড সফরে গিয়েছিল, তখন তো এ ধরনের কোনও ট্যুইট আপনি করেননি।
তিনি আরও লিখেছেন, ওয়েস্ট ইন্ডিজের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে, ওরা ধীরে ধীরে শিখছে।



উল্লেখ্য, টিনো বেস্ট ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫ টেস্ট, ২৬ একদিনের ম্যাচ এবং ৬ টি ২০ ম্যাচ খেলেছেন। টেস্টে তিনি ৫৭, একদিনের ম্যাচে ৩৪ এবং টি ২০ তে ৬ উইকেট নিয়েছেন।
ইংল্যান্ড সফরে ভারত ১-৪ টেস্ট সিরিজ হেরে গিয়েছিল। একদিনের সিরিজেও হারের মুখে পড়তে হয়েছিল ভারতকে।