মণিপুর: বিয়ে ভাঙছে মেরি কমের? দাম্পত্য জীবনে কলহ এসেছে? এমন হাজারো প্রশ্ন মেরি কমকে (MC Mary Kom) নিয়ে গত কয়েক মাসে উঠছিল। এবার সেই সম্ভাবনাতেই শিলমোহর দিয়ে দিলেন স্বয়ং মেরি নিজেই। হ্যাঁ, এটাই সত্যি যে কারুং ওঙ্খেলার সঙ্গে তাঁর দাম্পত্য জীবনে ইতি টেনেছেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। কিন্তু ছয়বারের বিশ্বচ্যাম্পিন জানিয়ে দিলেন যে তিনি অন্য় কারও সঙ্গে কোনও সম্পর্কে জড়িয়ে নেই।
মেরি কমের উকিল রজত মাথুর বলছেন, ''এমসি মেরি কম ও কারুং ওঙ্খেলার মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। দুজনের পারস্পরিক বোঝাপড়া ও সম্মতিতেই এই বিচ্ছেদ প্রক্রিয়া হয়েছে।''
২০২২ সালে নির্বাচনে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন মেরির প্রাক্তন স্বামী কারুং। মণিপুর বিধানসভা ভোটে নির্বাচনী প্রচারের জন্য মেরি ও তাঁর প্রাক্তন স্বামী প্রায় ২-৩ কোটি টাকা খরচ করেছিলেন। কিন্তু কারুং হেরে যাওয়ার পর দুজনের মধ্যে সম্পর্কের দূরত্বও বাড়তে থাকে। এরপরই নাকি দিল্লিতে একা থাকছিলেন কারুং। অন্য়দিকে ফরিদাবাদে চার সন্তানকে নিয়ে থাকা শুরু করেছিলেন মেরি কম। এরইমাঝে আবার এক ব্য়বসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মেরি, এমনটাও শোনা যাচ্ছিল। কিন্তু সেই সম্ভাবনাতেও এবার জল ঢেলে দিয়েছেন ছয়বারের বিশ্বজয়ী বক্সার।
এর আগে মেরি কম অবসর নিয়ে নিয়েছেন এমন খবরও প্রকাশ্যে এসেছিল। যদিও সেই খবরটি ভুয়ো বলে জানিয়িলেন স্বয়ং মণিপুরি বক্সারই। মেরি কম বিবৃতিতে জানান, 'আমার মিডিয়ার বন্ধুরা, আমি এখনও অবসর ঘোঘণা করিনি, আমার মন্তব্যের ভুল ব্যাখা দেওয়া হয়েছে। আমার অবসর ঘোষণা করার হলে আমি নিজে মিডিয়ার সামনে এসে সেটা জানাব।' ৪১ বছর বয়সি মেরি কমের অবসর নিয়ে বুধবারই জলঘোলা শুরু হয়। এক স্কুল ইভেন্টে গিয়ে মেরি কমের এক মন্তব্যের পরই তাঁর অবসর নিয়ে কথা শুরু হয়।
মেরি সেখানে বলেন, 'আমার মধ্যে এখনও উদ্যম রয়েছে, তবে দুর্ভাগ্যবশত নিয়মের জেরে আমি আর কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি না। আমি আরও খেলতেচাই কিন্তু আমাকে থামতে বাধ্য করা হচ্ছে। আমি অবসর নিতে হবে। আমার জীবনে আমি সবকিছু পেয়েছি।' কিন্তু তিনি যে কেবল ছোটদের না না বাধা বিপত্তি সত্ত্বেও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতেই উক্ত কথাগুলি বলেছিলেন, অবসর ঘোষণার জন্য নয়, সেকথা নিজের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেন মেরি কম।