প্যারিস: ইউরো কাপের কোয়ার্টার ফাইনালেই গুঁড়িয়ে গেল আইসল্যান্ডের রূপকথা। ৫-২ গোলে তাদের উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। জোড়া গোল অলিভিয়ের জিরুর। গোল এল অ্যান্টিন গ্রিজম্যান, পল পোগবা, দিমিত্রি পায়েতদের পা থেকেও। ঘরের মাঠে এবার সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে লড়াই করবে দিদিয়ের দেশঁর দল।

 

এবারের ইউরো কাপে আইসল্যান্ডের স্বপ্নের দৌড় চলছিল। গ্রুপ লিগে রোনাল্ডোর পর্তুগালকে আটকে চমকে দিয়েছিল তারা। প্রি-কোয়ার্টারে রুনির ইংল্যান্ডকে হারিয়ে সবচেয়ে বড় অঘটন ঘটায় এই ছোট্ট দেশটি। কিন্তু শেষপর্যন্ত থামতে হল শেষ আটেই। ফ্রান্সের বুলডোজারে গুঁড়িয়ে গেল তাদের স্বপ্ন।

 

নিজেরা দুরন্ত জয় পেলেও, আইসল্যান্ডের লড়াইকে কুর্ণিশ জানিয়েছেন জিরু। আর্সেনালের এই স্ট্রাইকার বলেছেন, আইসল্যান্ড বীরত্বের সঙ্গে লড়াই করেছে। ওরা কোনও সময়ই হাল ছাড়েনি। জয় পেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। আমরা পাঁচ গোল করেছি, জিতেছি। এই জয় তৃপ্তিদায়ক। তবে আইসল্যান্ডের প্রশংসা করতেই হবে। ইউরো-তে ওরা অসাধারণ খেলেছে।

 

আইসল্যান্ডের স্ট্রাইকার গিলফি সিগুর্ডসন বলেছেন, ছোট দল হওয়া সত্ত্বেও এই টুর্নামেন্টে তাঁরা নিজেদের খেলায় গর্বিত। তাঁরা এতদূর আসবেন কেউই ভাবেনি। এই খেলা দেখে আশা করা যায় বাচ্চারা অনুপ্রেরণা পাবে। ফলে ভবিষ্যতে আইসল্যান্ড আরও ভাল ফল করতে পারে। এই দলের ১০-১৫ জন ফুটবলারের বয়স বেশি না। ফলে দলের ভবিষ্যৎ উজ্জ্বল। এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করাই তাঁদের লক্ষ্য।