মস্কো: ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দিদিয়ের দেশঁ। এবার কোচ হিসেবে ফের বিশ্বজয় করলেন তিনি। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ফ্রান্স। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও মারিও জাগালোর পর তৃতীয় ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার নজির গড়লেন দেশঁ। ম্যাচের পর তিনি বলেছেন, এবারের জয় ১৯৯৮-এর মতোই আনন্দদায়ক।


দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার পর আনন্দে ভাসছে গোটা ফ্রান্স। কোচ-ফুটবলাররাও উপভোগ করছেন এই জয়। দলের সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশঁ বলেন, ‘খেলোয়াড়রা এখন যে আনন্দ পাচ্ছে, ২০ বছর আগে আমার সেই অভিজ্ঞতা হয়েছিল। ফ্রান্সেই সেই জয় পেয়েছিলাম বলে সেটা চিরদিন আমার মনে থাকবে। তবে এবারের দল যেটা করে দেখাল, সেটাও একইরকম সুন্দর। এখনকার তরুণদের কাছে আমরা বিশ্বচ্যাম্পিয়ন ছিলাম। তবে আমরা যখন জিতেছিলাম, সেটা বোঝার মতো বয়স ওদের হয়নি। কিন্তু এখন যাঁদের বয়স ১০, ১৫ বা ২০ বছর, তারা এই জয় দেখতে পেল এবং আনন্দ উপভোগ করল। ভবিষ্যতে আমরা বুঝতে পারব, এই দল কী করেছে। দু’টি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হল, এই ২৩ জন খেলোয়াড় সারাজীবন একাত্ম হয়ে গেল আর দ্বিতীয় বিষয়টি হল, এরপর থেকে ওদের জীবন বদলে যাবে। কারণ, ওরা এখন বিশ্বচ্যাম্পিয়ন।’