প্যারিস: ফরাসি ওপেনে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি রাফায়েল নাদাল ও ক্যাসপার রুড। গতকাল মহিলাদের ম্যাচে কোকো গফকে হারিয়ে খেতাব জিতেছেন ইগা সিয়নটেক। আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনাল। ১৩ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদালের সামনে সুবর্ণ সুযোগ লাল সুরকির কোর্টে ১৪ তম বার চ্যাম্পিয়ন হওয়ার। অন্য়দিকে অঘটন ঘটানোর সুযোগ ক্যাসপার রুডের সামনে।
আজ ফরাসি ওপেন ফাইনালে
রাফায়েল নাদাল বনাম ক্যাসপার রুড
কোথায় খেলা
কখন শুরু
ভারতীয় সময় অনুসারে সন্ধে ৬.৩০ শুরু খেলা
কোথায় দেখা যাবে
টেনিসের এই সুপার মহারণ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে সোনি লিভ অ্যাপেও দেখা যাবে এই খেলা।
ক্যাসপার রুড ৩-৬, ৬-৪, ৬-২ ও ৬-২ ব্যবধানে সিলিসকে হারান। জয়ের পর রুড বলেন, "এটা আমার কাছে একটা দারুণ ম্যাচ ছিল। আমার শুরুটা ভাল হয়নি। প্রথম সেটে ভাল খেলেছিল মারিন। "
এদিকে ফাইনালে তাঁর মুখোমুখি হচ্ছেন ১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল। এপ্রসঙ্গে রুড বলেন, ''রাফার দিকে তাকিয়ে আছি। কোর্টে কীভাবে আচরণ করতে হয়, তার নিখুঁত উদাহরণ ও। কখনোই আশা ছাড়ে না এবং অভিযোগ জানায় না। আমার জীবনের আদর্শ নাদাল।''
ওয়াকওভার পেয়ে ফাইনালে পৌঁছেছিলেন নাদাল
আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে ম্যাচে ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন নাদাল। সংশ্লিষ্ট ম্যাচে প্রথম সেট টাইব্রেকারে ৭-৬ জিতে নেন নাদাল। দ্বিতীয় সেট তখন ৬-৬ অবস্থায়। নাদালের একটি শট ফেরাতে গিয়ে সুরকির কোর্টে গোড়ালি মচকে বসেন জেরেভ। কোর্টেই শুয়ে যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই ফিজিও দৌড়ে আসেন। তাঁর শুশ্রূষা শুরু হয়। কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠেও বসেন জেরেভ। পরে দাঁড়ালেও, পা ফেলতে পারেননি। তাঁর চোখমুখ যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল। শেষে ক্রাচ নিয়ে কোর্ট ছাড়েন জেরেভ। ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে যান নাদাল। ম্যাচের ফল তখন ছিল ৭-৬, ৬-৬।