প্যারিস: ঝড়ের পূর্বাভাস দিয়ে দিলেন রাফায়েল নাদাল। ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিলেন টেনিস কিংবদন্তী। বুধবার ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে ৬-৩, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দিলেন রাফা। টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়েছিলেন। কিন্তু সেই চোট আঘাত কাটিয়ে উঠেই দুর্দান্ত জোড়া জয়। 


প্রথম থেকেই আক্রমণাত্মক নাদাল


গত অস্ট্রেলিয়ান ওপেন জিতে এই মুহূর্তে পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের মালিক হয়েছিলেন। এবার ফরাসি ওপেনেও তিনি অন্যতম দাবিদার। টুর্নামেন্টের প্রথম ২ টো ম্যাচ জিতে সেই হুঙ্কারই দিয়ে রাখলেন নাদাল। তবে প্রথম ও তৃতীয় সেটে নাদালকে অনেক কঠিন লড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছিলেন ফরাসি তারকা। কিন্তু এই কোর্ট নাদালের ভীষণ পরিচিত। আর সেই পরিচিতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই স্ট্রেট সেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নেন নাদাল। 


৩০০ তম গ্র্যান্ডস্লাম ম্যাচ জয়


এই জয় নাদালের কাছে ভীষণ স্মরণীয়। কারণ এটি ছিল তাঁর কেরিয়ারের ৩০০ তম গ্র্যান্ডস্লাম ম্যাচ জয়। তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জেন্ডসকাল্পের বিরুদ্ধে খেলবেন স্প্যানিশ তারকা। এই টুর্নামেন্টে নোভাক জকোভিচের মুখোমুখিও হতে দেখা যেতে পারে নাদালকে। 


পূরব রাজা এগিয়ে রাখছেন জকোভিচকে


টেনিস বিশ্বের অন্যতম সেরা যুদ্ধের মঞ্চে আরও একবার আমনে সামনে হবে তাবড় তাবড় টেনিস তারকারা। আর টেনিস নিয়ে আলোচনায় উঠে আসবে ৩ অবিসংবাদিত টেনিস সম্মাট রাফায়েল নাদাল (Rafael Nadal), রজার ফেডেরার ও নোভাক জকোভিচের কথা। প্রথম জন অস্ট্রেলিয়ান ওপেন জিতে এই মুহূর্তে পুরুষদের গ্র্যান্ডস্লাম জয়ের তালিকায় সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা ফেডেরার ও তৃতীয় স্থানে থাকা জকোভিচ ২ জনেই ২০টি করে গ্র্যান্ডস্লাম জিতে এই মুহূর্তে নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকার। তবে আগামীতে তিনিই পুরুষদের টেনিস সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হতে পারেন বলে মনে করেন ভারতের হয়ে ডেভিড কাপ খেলা টেনিস প্লেয়ার পূরব রাজা।