প্যারিস: ২০১৮ বিশ্বকাপ ফুটবলে চ্য়াম্পিয়ন হয়েছিল দেশটি। আর এবার সেই দেশেরই এক কিশোর বিশ্বরেকর্ড গড়লেন টি-টোয়েন্টি ক্রিকেট। হ্যাঁ, ফ্রান্সের গুস্তাভ ম্যাকনের ব্যাটেই এল কুড়ির ক্রিকেটে বিশ্বরেকর্ড। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য় ইউরোপ (Europe) মহাদেশের থেকে যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে খেলতে নেমেছিল ফ্রান্স। সেই ম্যাচেই বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি (T20 Cricket) ফর্ম্যাটে সেঞ্চুরি করলেন গুস্তাভ।
ভাঙলেন ২ বছর আগের পুরনো রেকর্ড
এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্য়াটার হিসেবে সেঞ্চুরির নজির গড়েছিলেন আফগানিস্তানের হাজরতউল্লাহ জাজাই। ২০১৯ সালে ২০ বছর ৩৩৭ দিন বয়সে ৬২ বলে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন হজরতউল্লাহ। ফ্রান্সের গুস্তাভ ১৮ বছর ২৮০ দিন বয়সে এবার সেঞ্চুরি হাঁকালেন। তিনি ৬১ বলে ১০৯ রানের ইনিংস খেলেন। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলা এই ইনিংসে ৯টি ছক্কা ও চারটি বাউন্ডারি হাঁকান ফরাসি কিশোর।
চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকও গুস্তাভ। তিনি এখনও পর্যন্ত ১৭৫ রান করেছেন। এর আগে চেক রিপাবলিকের বিরুদ্ধেও ৫৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে
অস্ট্রেলিয়ার সাতটি মাঠ অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনিতে ম্যাচগুলো আয়োজন করা হবে। ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ হবে ১৩ নভেম্বর। ২০২১ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তেই এই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে অস্ট্রেলিয়ায়। গত বছর আমিরশাহিতে বসেছিল টুর্নামেন্টের আসর। গতবার চ্য়াম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
যে ১২টি দল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে জায়গা করে নিয়েছিল , সে দলগুলো স্বয়ংক্রিয় ভাবেই ২০২২ প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করবে। এছাড়াও বাছাই পর্বের আরও ২টো করে মোট চারটে দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত খেতাব জয়ের অন্যতম দাবিদার।
আরও পড়ুন: অক্ষরের প্রশংসা করে গুজরাতিতে টুইট রোহিতের, জবাবে কী লিখলেন পটেল?