নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে 'শামশেরা' (Shamshera)। বেশ কয়েক বছর পর এই ছবির হাত ধরেই বড়পর্দায় ফিরলেন রণবীর কপূর (Ranbir Kapoor)। কিন্তু রণবীরের এই 'কামব্যাক' (comeback) ছবি বিশেষ মন জয় করতে পারল না দর্শকের। প্রথম সপ্তাহান্তে বেশ কম ব্যবসা করার পর চতুর্থ দিনেও (Fourth Day) একই হাল রইল এই ছবির। 


বক্স অফিসে হোঁচট খেল 'শামশেরা'


গত শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কপূর, সঞ্জয় দত্ত ও বাণী কপূর অভিনীত 'শামশেরা'। তবে প্রথম সপ্তাহান্ত তো বটেই, এমনকী চতুর্থ দিনেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল এই ছবি। সূত্রের খবর, চতুর্থ দিনে ছবির আয় কমল প্রায় ৭০ শতাংশ।


প্রথম দিনে বক্স অফিসে 'শামশেরা' ১০.২৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে সামান্য বেড়ে আয় হয় ১০.৫০ কোটি টাকা। তৃতীয় দিনে সেই পরিমাণ বেড়ে দাঁড়া ১১ কোটি। প্রথম তিন দিন ধুঁকতে ধুকতে ব্যবসা করার পর চতুর্থ দিনে, অর্থাৎ প্রথম সোমবারে এই ছবির ব্যবসা মাত্র ৩ কোটি টাকারও গণ্ডিও পার করতে পারল না। চতুর্থ দিনের শেষে এই ছবির মোট ব্যবসা দাঁড়িয়েছে মাত্র ৩৪ কোটিতে। অনেকের মতে সর্বসাকুল্যে এই ছবি ৪৫ কোটি টাকা মতো আয় করতে পারবে।


দীর্ঘ চার বছর পর 'শামশেরা'রস হাত ধরে বড়পর্দায় ফিরলেন রণবীর কপূর। তবে 'খারাপ' রিভিউ ও সিনেমা হলে কম দর্শকের ফলে শুরু থেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কর্ণ মলহোত্র পরিচালিত এই ছবি। 


আরও পড়ুন: Shiboprosad Mukherjee: 'তোমাকে মিস করি', সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে নস্ট্যালজিয়ায় ভাসলেন শিবপ্রসাদ


রণবীরের 'কলরিপয়ট্টু'


'শামশেরা' ছবিতে একাধিক 'ফাইট সিক্যোয়েন্স' রয়েছে। তার মধ্যে কিছু অ্যাকশন সিক্যোয়েন্স প্রাচীন ভারতীয় রণকৌশল 'কলরিপয়ট্টু' দ্বারা অনুপ্রাণিত। আর সেই বিশেষ অংশের পরিচালনা করেছেন ফ্রান্জ় স্পিলহস। এর আগে তিনি ড্যানজেল ওয়াশিংটন অভিনীত 'সেফ হাউজ' ও হৃত্বিক-টাইগারের 'ওয়ার'-এর কোরিওগ্রাফিও করেছেন। 


'কলরিপয়ট্টু' কেরলের বিশেষ এক মার্শাল আর্ট ফর্ম বা প্রাচীন ভারতীয় যুদ্ধ কৌশল। 'কলরি' কথার অর্থ 'রণক্ষেত্র'। এক্ষেত্রে অস্ত্র ও বিশেষ কিছু কৌশল ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে যা কেবল ভারতেই হত। ছবিতে দেখা গেছে এক আর্মি জেনারেলের সঙ্গে রণবীর লড়াই করছেন। আর অস্ত্র হিসেবে হাতে রয়েছে বড় এক গাছের গুঁড়ি।