টোকিও: টোকিও অলিম্পিক্সের টিম ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন সিমোনে বাইলস। রিও অলিম্পিক্সের সোনাজয়ী আমেরিকান জিমন্যাস্ট দু দিন আগেই অলিম্পিক্সের টিম ইভেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাইলস। কারণ হিসেবে তিনি তুলে ধরেছিলেন মানসিক স্বাস্থ্যের কথা। তিনি জানিয়েছিলেন যে এই মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতেই দলীয় ইভেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাইলস। এবার বাইলসের সিদ্ধান্তকে সমর্থন করলেন বলিউড সেলেবরা। আমেরিকার জিমন্যাস্টের পাশে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট, বরুণ ধবন সহ আরও অনেক বলিউড ব্যক্তিত্ব।
টোকিওয় আমেরিকার দলগত অল অ্যারাউন্ড ভল্টে খারাপ পারফর্ম করার পরই সরে দাঁড়ানোর কথা ভাবেন। এরপর এক বিবৃতি দিয়ে তা জানিয়েও দেন। গতবার অলিম্পিক্সে ৪ টি সোনা জিতেছিলেন। এবারও তাঁর দিকেই প্রথম থেকে নজর ছিল। কিন্তু বাইলস সরে দাঁড়ানোর পর মনে করা হচ্ছিল যে হয়ত চোটের জন্য সরে দাঁড়াচ্ছেন তিনি। কিন্তু আদৌ তা নয়, মানসিক স্বাস্থ্যই যে কারণ, তা জানান বাইলস। এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বাইলসের পাশে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে সমর্থন করেছেন। নিজের ইনস্টা স্টোরিতে এই নিয়ে দীপিকা বাইলসের খবরটির সঙ্গে লিখেছেন, আই হেয়ার ইউ...অর্থাৎ এই বিষয়ে নিজের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বলি সুন্দরী।
তালিকায় আছেন আরেক বলি ডিভা আলিয়া ভট্টও। তিনিও বাইলসের খবরটির সঙ্গে জুড়ে লিখেছেন, 'মনে করিয়ে দেওয়া ভাল যে মানসিক স্বাস্থ্যও ভীষণ গুরুত্বপূর্ণ শারীরিক স্বাস্থ্যের মত। পুরো বিশ্বের কাছে এই ধারণাটা বদলাতে সাহায্য করবে। আরও শক্তি অর্জন কর।' বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ ধবনও এই বিষয়ে বাইলসের পাশে দাঁড়িয়ে লিখেছেন, অনুপ্রেরণা। মনে করিয়ে দেওয়া উচিত সবসময় যে মানসিক স্বাস্থ্য কতটা জরুরি। অন্তত এই কঠিন পরিস্থিতিতে তো অবশ্যই।
করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে বিভিন্ন খেলা ফের শুরু হলেও ক্রীড়াবিদদের জৈব সুরক্ষা বলয়ে থাকা বাধ্যতামূলক হয়েছে। এই অবস্থায় বেশ চাপের হয়ে যাচ্ছে সবার পক্ষে দীর্ঘদিন ধরে বলয়ের মধ্যে থাকা।